নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকার নতুন অফিস। শুক্রবার বিকেল ৫ টায় আনন্দঘন পরিবেশে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলানা পিএসএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক আশরাফ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, সমাজসেবক মোহাম্মদ ইউনুসসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার সহকারী সম্পাদক শাহিদুল হাসান শাওন। উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, দৈনিক মুন্সিগঞ্জের বার্তা স্থানীয় সাংবাদিকতার অগ্রযাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। জেলার উন্নয়ন, সামাজিক পরিবর্তন এবং জনগণের সত্য তথ্য তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার সহযোগী সম্পাদক মিজান খান, বার্তা সম্পাদক আবু নাসের লিমন, সাংবাদিক মো. মোস্তফা, শেখ আসলাম, নবীন, ছাত্র নেতা জুয়েল শেখ, রায়হান বাউল, সিনিয়র ও স্টাফ রিপোর্টারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা সবাই সম্পাদক মণ্ডলীর সদস্যদের অভিনন্দন জানান এবং পত্রিকার সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষে অতিথিরা নতুন অফিস পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্পাদকীয় নীতিমালা তুলে ধরেন সম্পাদক আশরাফ ইকবাল।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা হবে জনগণের নির্ভরযোগ্য কণ্ঠস্বর।










































