কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন
দুর্যোগে ঝুঁকি হ্রাসে সহনশীল ভবিষ্যৎ গঠন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে খুলনার কয়রায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার এবং পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম. এ. হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, এনজিও প্রতিনিধি আঃ মালেক, মোঃ মোস্তাক মাহমুদ, নিজাম উদ্দীন, অশোক কুমার দাস, কুদরত উল্যাহ ফারুক বিজু, নাসির উদ্দীন, শরিফুর রহমান, তানিয়া আক্তার, হাসিবুল ইসলাম টুটুল, মিজানুর রহমান ও আতাউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণের সচেতনতা, সময়োপযোগী পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় টেকসই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।