বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৭তম বার্ষিক ওরশ শরিফ আগামী শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দিনভর ওরশ কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, জিকির-আসকার, বিশ্বঅলি’র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, মিলাদ মাহফিলসহ আধ্যাত্মিক নানা আয়োজন।
ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে ফজরের পর রওজা শরিফে গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে।দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পর রাতে অনুষ্ঠিত হবে মিলাদ ও জিকির মাহফিল।
এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র ও গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
ওরশ সম্পন্ন করতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশ-বিদেশ থেকে আগত লাখো আশেক ভক্ত ও আশেকদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকসহ সহস্রাধিক জনবল।
গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।
ওরশ শরিফ উপলক্ষে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’এর গৃহীত ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিবস ৩ অক্টোবর শুক্রবার: ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’ কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন শাখা কমিটি সমূহের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে বাদ জুম’আ কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠান,দ্বিতীয় দিবসে অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব এর জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘হযরত মাওলানা সৈয়দ আবুল বারাকাত মুহাম্মদ আবদুল গণি কাঞ্চনপুরী (ক.)’র জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
তৃতীয় দিবসে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর জীবনী আলোচনা, র্যালি ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন।চতুর্থ দিবসে মাইজভাণ্ডারীয়া ত্বরিকার খলিফাগণের আওলাদদের সাথে মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। পঞ্চম দিবসে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ,পরিচ্ছন্নতা কর্মসূচি এবং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠান।ষষ্ঠ দিবসে আজ ৯অক্টোবর ফটিকছড়ি উপজেলার ৬৪টি হেফজখানা ও এতিমখানার ২৭২৮ জন নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়েছে।ট্রাস্টের পরবর্তী দুই কর্মসূচি ১১ অক্টোবর ও ১২অক্টোবর অনুষ্ঠিত হবে।
ওরশ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্ট পরিচালিত সাংস্কৃতিক সংগঠন মাইজভাণ্ডারী মরমি গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে ১০ অক্টোবর রাতে গাউসিয়া হক মনজিলের শান্তিকুঞ্জ মাঠে “মাহফিলে সামা” অনুষ্ঠিত হবে।