দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, হতদরিদ্র ও অসহায় ১৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী প্রতিটি পরিবারের হাতে দুই বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক তুলে দেন।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগে নিহত একজনের পরিবারকে ১৫ হাজার টাকা এবং সাচার বাজারে সড়ক দুর্ঘটনায় আহত আল-কোরআন একাডেমি হাফিজিয়া মাদ্রাসার এক এতিম ছাত্রকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ও সাচার ইউনিয়নের প্রশাসক মো. জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অসহায় উপকারভোগীরা সহায়তা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।