শিরোনাম :
Logo ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রফেসর ইউনূস Logo গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা Logo ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo খুবিতে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা Logo কচুয়ায় চাংপুর সরকার বাড়িতে জলাবদ্ধতায় ৬০ পরিবার পানিবন্দি, সীমাহীন দুর্ভোগ Logo প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন করতে যাচ্ছে রাবি আইন বিভাগ, চলছে রেজিস্ট্রেশন Logo শিক্ষকের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে Logo লস্কর সিনেমার আইটেম গানে জনপ্রিয় সুরকার এফ এ প্রিতম Logo অসচ্ছল শিক্ষার্থীর পাশে ইবি’র ছাত্রদল নেতা Logo শেরপুরে ভিমরুলের কামড়ে ৬ বছরের শিশুর মৃত্যু

লস্কর সিনেমার আইটেম গানে জনপ্রিয় সুরকার এফ এ প্রিতম

জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী এফ এ প্রিতম আজকের সময়ের অন্যতম সুপরিচিত নাম। সম্প্রতি তার সুরে ‘ওরে কালাচান’ গান দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে। অডিও গানের বাইরে বর্তমানে তিনি মূলত সিনেমার গানে মনোযোগী। অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমার ‘একটু একটু তোর প্রেমে’, জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’, মো. ইকবালের ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ ও ‘ডেড বডি’ সিনেমার জন্যও সুর করেছেন এফ এ প্রিতম।

বাংলা সিনেমার জগতে অসংখ্য সুপারহিট গান উপহার দেওয়া এফ এ প্রিতম এবার নতুন মাইলফলক গড়তে যাচ্ছেন। তিনি মিউজিক ডিজাইনে যুক্ত হচ্ছেন ইলিয়াস হুসাইনের প্রথম পরিচালিত সিনেমা লস্কর-এর আইটেম গানে।

সুরকার বলেন, “সিনেমার গানের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। সিনেমায় সুর নিয়ে নতুনভাবে খেলা করার সুযোগ পাই, যা আমাকে অনুপ্রাণিত করে। আমার করা সিনেমার গানগুলো প্রযোজক ও পরিচালকরা ভালোবেসে নিয়েছেন। এখন নিয়মিত সিনেমার গান করছি এবং মুক্তির অপেক্ষায় থাকা কয়েকটি সিনেমায় আমার সুর রয়েছে।”

এফ এ প্রিতম জানান, “আমি সচরাচর অনেক ভেবে চিন্তে ব্যতিক্রমী গান উপহার দেওয়ার চেষ্টা করি। ইলিয়াস হুসাইন আমার ছোট ভাইয়ের মতো। তার আগে ‘জানু স্বামী’, ‘বিয়ের সানাই’, ‘কালাবাবু’ গানগুলো ব্যাপক সাড়া ফেলেছে। এবার তার পরিচালনায় প্রথম বারের মতো সিনেমা নির্মিত হচ্ছে, গল্প অনেক আপডেট স্টাইলে। এজন্য আমি খুশি হয়ে সমর্থন করছি। বাংলা সিনেমাকে ভালোবাসি, তাই নতুনত্ব আসুক, মেধাবীরা সুযোগ পাক।”

এফ এ প্রিতম আরও জানান, তার একটি নতুন আপডেট মিউজিক ভিডিও ‘আন্তালি হাবিবি’ খুব শিগগিরই আসছে, যেখানে ইলিয়াসের লেখাও রয়েছে, যা মিউজিকপ্রেমীদের জন্য দারুণ কিছু হবে। অতি শীঘ্রই লস্কর সিনেমা ও এর গান নিয়ে বড় চমক অপেক্ষায় দর্শকরা। বাংলা সিনেমায় নতুন দিগন্তের সূচনা করবে এই সিনেমা—এই প্রত্যাশায় উৎসাহ ও আগ্রহ যেন আরও বেড়ে ওঠে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রফেসর ইউনূস

লস্কর সিনেমার আইটেম গানে জনপ্রিয় সুরকার এফ এ প্রিতম

আপডেট সময় : ০৫:২৯:১১ অপরাহ্ণ, বুধবার, ১৩ আগস্ট ২০২৫

জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী এফ এ প্রিতম আজকের সময়ের অন্যতম সুপরিচিত নাম। সম্প্রতি তার সুরে ‘ওরে কালাচান’ গান দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে। অডিও গানের বাইরে বর্তমানে তিনি মূলত সিনেমার গানে মনোযোগী। অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমার ‘একটু একটু তোর প্রেমে’, জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’, মো. ইকবালের ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ ও ‘ডেড বডি’ সিনেমার জন্যও সুর করেছেন এফ এ প্রিতম।

বাংলা সিনেমার জগতে অসংখ্য সুপারহিট গান উপহার দেওয়া এফ এ প্রিতম এবার নতুন মাইলফলক গড়তে যাচ্ছেন। তিনি মিউজিক ডিজাইনে যুক্ত হচ্ছেন ইলিয়াস হুসাইনের প্রথম পরিচালিত সিনেমা লস্কর-এর আইটেম গানে।

সুরকার বলেন, “সিনেমার গানের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। সিনেমায় সুর নিয়ে নতুনভাবে খেলা করার সুযোগ পাই, যা আমাকে অনুপ্রাণিত করে। আমার করা সিনেমার গানগুলো প্রযোজক ও পরিচালকরা ভালোবেসে নিয়েছেন। এখন নিয়মিত সিনেমার গান করছি এবং মুক্তির অপেক্ষায় থাকা কয়েকটি সিনেমায় আমার সুর রয়েছে।”

এফ এ প্রিতম জানান, “আমি সচরাচর অনেক ভেবে চিন্তে ব্যতিক্রমী গান উপহার দেওয়ার চেষ্টা করি। ইলিয়াস হুসাইন আমার ছোট ভাইয়ের মতো। তার আগে ‘জানু স্বামী’, ‘বিয়ের সানাই’, ‘কালাবাবু’ গানগুলো ব্যাপক সাড়া ফেলেছে। এবার তার পরিচালনায় প্রথম বারের মতো সিনেমা নির্মিত হচ্ছে, গল্প অনেক আপডেট স্টাইলে। এজন্য আমি খুশি হয়ে সমর্থন করছি। বাংলা সিনেমাকে ভালোবাসি, তাই নতুনত্ব আসুক, মেধাবীরা সুযোগ পাক।”

এফ এ প্রিতম আরও জানান, তার একটি নতুন আপডেট মিউজিক ভিডিও ‘আন্তালি হাবিবি’ খুব শিগগিরই আসছে, যেখানে ইলিয়াসের লেখাও রয়েছে, যা মিউজিকপ্রেমীদের জন্য দারুণ কিছু হবে। অতি শীঘ্রই লস্কর সিনেমা ও এর গান নিয়ে বড় চমক অপেক্ষায় দর্শকরা। বাংলা সিনেমায় নতুন দিগন্তের সূচনা করবে এই সিনেমা—এই প্রত্যাশায় উৎসাহ ও আগ্রহ যেন আরও বেড়ে ওঠে।