সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি সরূপ সরকারি নিবন্ধন পেল অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় এর যুউঅ/চাঁদ/২০২৫-১ নং স্মারকে নিবন্ধন সনদ পেল সংগঠনটি।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এদিকে, প্রতিষ্ঠার দীর্ঘসময় পর সরকারি নিবন্ধন সনদ লাভ করায় চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের সকল বিভাগ, রাজনীতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, শিক্ষকসমাজ, সর্বস্তরের সুধীজনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বলেন, বর্তমানে সংগঠনের কার্য নির্বাহী সদস্য ১১জন ও সাধারণ সদস্য আছেন ২৫ জন। উল্লেখিত সদস্যদের নিয়েই সম্প্রতি সময়ে স্বেচ্ছাসেবী যুব সংগঠন “প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা” সমগ্র জেলা ব্যাপী কাজ করার জন্য সরকারী নিবন্ধন লাভ করেছে। আমরা অতীতের ন্যায়
আগামীতেও সংগঠনের প্রতিটি সদস্য হাতে হাত রেখে সামাজিক সকল ভালো কাজে এবং শিক্ষনীয়, ধর্মীয়সহ যুব সমাজের অগ্রউন্নয়নে সংগঠনের পক্ষ থেকে যাবতীয় কার্যক্রম সম্পাদনে কাজ করতে চাই। সে জন্য সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ পূর্বক সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মাসুদ হোসেন বলেন, সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ায়, সংগঠনের সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীসহ সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যুব সমাজকে বিশেষ করে মাদক থেকে দূরে রেখে মানব কল্যাণমূলক কাজের
মাধ্যমে সমাজ বদলে দেয়ার মানসে ও বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের জন্য সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করছি। নিবন্ধন পাওয়ায় সংগঠনের পক্ষে সামাজিক কাজের গতি অনেকগুন বেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল ২০১৭ সাল থেকে সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহকে যথাযথভাবে উদযাপন করে আসছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার কল্যাণে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য- বিনামূল্যে রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র
বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী বিতরণ কুইজ প্রতিযোগিতা, ইফতার মাহিফল, মাদক ও বাল্যবিবাহের উপর সচেতনতামূলক কার্যক্রম, রচনা প্রতিযোগিতা, অসহায় নারীদের স্বাবলম্বী করণে সেলাই মেশিন বিতরণ, অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বিভিন্ন জনসচেততামুলক কার্যক্রম।