বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার Logo ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের Logo কোর্স ফি বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি ইস্যুতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে (বিপিজেএফ) আয়োজিত মানববন্ধন সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেছেন, সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্র ও সুশাসনের জন্য বিপজ্জনক সংকেত। মনে রাখতে হবে, সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা কেবল ব্যক্তি নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। এটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি হামলা। এ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকেরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে জনসাধারণের ওপর অনিয়ম, জুলুম নির্যাতন, চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। অথচ তাদের নিরাপত্তা নাই। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অন্ধের দেশে যেমন আয়না বিক্রি করা যায় না তেমনি বিচার বিভাগের উপর মানুষের আস্তা না থাকায় কেউ বিচার চায় না, এটাও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন ১১৯ বার সাগর রুনির হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে এতে প্রমাণিত হয় বিচার বিভাগ স্বাধীন নয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিপিজেএফ’র উপদেষ্টা ও আমাদের সময়ের সিনিয়র সহ-সম্পাদক মোহাম্মদ আখতারউজ্জামান, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, উজ্জ্বল ভূইয়া, জাকিয়া হোসেন, হাফিজ উদ্দিন, মাহমুদুল হাসান, রেজায়ে রাব্বি রেজা, মরিয়ম আক্তার মারিয়া, সুজন মাহমুদ প্রমূখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে (বিপিজেএফ) আয়োজিত মানববন্ধন সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত

আপডেট সময় : ০৭:৫২:১৩ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেছেন, সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্র ও সুশাসনের জন্য বিপজ্জনক সংকেত। মনে রাখতে হবে, সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা কেবল ব্যক্তি নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। এটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি হামলা। এ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকেরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে জনসাধারণের ওপর অনিয়ম, জুলুম নির্যাতন, চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। অথচ তাদের নিরাপত্তা নাই। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অন্ধের দেশে যেমন আয়না বিক্রি করা যায় না তেমনি বিচার বিভাগের উপর মানুষের আস্তা না থাকায় কেউ বিচার চায় না, এটাও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন ১১৯ বার সাগর রুনির হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে এতে প্রমাণিত হয় বিচার বিভাগ স্বাধীন নয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিপিজেএফ’র উপদেষ্টা ও আমাদের সময়ের সিনিয়র সহ-সম্পাদক মোহাম্মদ আখতারউজ্জামান, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, উজ্জ্বল ভূইয়া, জাকিয়া হোসেন, হাফিজ উদ্দিন, মাহমুদুল হাসান, রেজায়ে রাব্বি রেজা, মরিয়ম আক্তার মারিয়া, সুজন মাহমুদ প্রমূখ।