রঙিন ফুল, উপহার আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৫০৩ নম্বর কক্ষ। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
ডেভেলপমেন্ট স্টাডিজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবীনদের হাতে তুলে দেওয়া হয় রজনীগন্ধা ও গোলাপের স্টিক, চাবির রিংসহ নানা স্মারক উপহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন এবং সঞ্চালনা করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ বিন করিম ও আয়েশা আক্তার মিম।
প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আ হ ম নাহিদ এবং মো. ফিরোজ হোসাইন।
ডিএস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন নবীনদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের সময়টাই জীবনের সেরা সময়। এই সময়কে পড়াশোনা, আড্ডা ও ভালো বন্ধুদের সার্কেলে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, এখানে পড়ার সুযোগ আমরা পেয়েছি কৃষক, দিনমজুর এমনকি ভিক্ষুকের করের টাকায়। তাই দায়িত্ববোধ নিয়েই এগোতে হবে।”
তিনি আরও করেন, “ডেভেলপমেন্ট স্টাডিজ একটি বহুমাত্রিক বিষয়। এখানে গণিত, পরিসংখ্যান, অর্থনীতি থেকে শুরু করে নানা বিষয় শেখানো হয়, যা গবেষণার মাধ্যমে বাস্তব জীবনের উন্নয়নে কাজে লাগানো সম্ভব।”
বিভাগীয় সভাপতি আতিফা কাফি নবীনদের স্বপ্নপূরণের সহযাত্রী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “তোমাদের চোখে স্বপ্ন আর সম্ভাবনা—আমরা শিক্ষক, সিনিয়র ও সহপাঠীরা সবাই সেই স্বপ্ন পূরণের সারথি হতে চাই। ডেভেলপমেন্ট স্টাডিজ শুধু একটি বিভাগ নয়, এটি সমাজে সমতা, ন্যায়বোধ ও মানবতার চর্চার এক গবেষণাগার। এই বিভাগ থেকে তোমরা সমাজ বদলের অকুতোভয় সৈনিক হয়ে উঠবে।”
প্রসঙ্গত, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্তভাবে সমাপ্ত হয় নবীনবরণ অনুষ্ঠানটি। আর এই আয়োজনের মাধ্যমেই নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক পাঠযাত্রা শুরু হলো।