চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাচার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন এলাকার গর্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এডভোকেট নজরুল ইসলাম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে, কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক পত্রে গত ৬ আগস্ট বুধবার এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
সাচার হাতিরবন্দ গ্রামের মৃত তৈয়ব আলীর সুযোগ্য সন্তান নজরুল ইসলামের শিক্ষাজীবনও অনুকরণীয়। ১৯৮৮ সালে সাচার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯০ সালে সাচার ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ১৯৯৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং পরবর্তীতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এলএলবি সম্পন্ন করেন। বর্তমানে তিনি আইন পেশায় কর্মরত থেকে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান সর্বজনবিদিত। অসংখ্য শিক্ষার্থীকে সহায়তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় অবদান এবং সামাজিক সংগঠনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন একজন ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক নেতৃত্বের প্রতীক।
তাছাড়া শিক্ষাক্ষেত্রের উন্নয়ন, সামাজিক সংগঠনে সম্পৃক্ততা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এডভোকেট নজরুল ইসলামের ভূমিকা প্রশংসিত। ন্যায়পরায়ণ ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত।
এসময় তিনি বলেন, “আমি আজীবন শিক্ষা ও মানবকল্যাণে কাজ করে যেতে চাই। সাচার ডিগ্রি কলেজ আমার নিজের প্রতিষ্ঠান মনে করি, তাই এর উন্নয়নে যা কিছু করা সম্ভব, আমি করব। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সুযোগ বৃদ্ধিই হবে আমার প্রথম অগ্রাধিকার।”
বর্তমানে কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী এডভোকেট নজরুল ইসলামকে গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় স্থানীয় জনগণ আনন্দিত ও গর্বিত। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন এবং আশা প্রকাশ করছেন যে তাঁর নেতৃত্বে সাচার ডিগ্রি কলেজ নতুন উচ্চতায় পৌঁছাবে। সাচার ডিগ্রি কলেজের নতুন গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।