সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা :’নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভায় মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই ) সকাল ৯ টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর আয়োজনে এবং সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন শুরু হয়।
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিলো মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উপদ্রব হ্রাস করা।
সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাগানবাড়ি, গড়ের কান্দা , বাটকে খালি, মিশন স্কুলের পিছনে, চালতেতোলা কলোনি, সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জমে থাকা নোংরা পানি পরিষ্কার কর হয়।
এ সময় ব্রাকের সিসিএইচ প্রজেক্ট ম্যানেজার সাদিয়া সুলতানা বলেন, সাতক্ষীরায় মশা ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।প্রত্যেকের নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, পরিত্যক্ত পাত্র, এমনকি এসির জলীয় অংশেও যদি জল জমে থাকে, তাহলে সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নিয়মিতভাবে এই স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অপরিহার্য।
সমন্নয়ক সুশীলন প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস বলেন, সাতক্ষীরা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে হলে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা আবর্জনা অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে, তাহলে এই শহর সুন্দর থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সাতক্ষীরা গড়ি।
ক্লিনিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ইকিউএ ব্রাক স্বাস্থ্য প্রোগ্রাম সাতক্ষীরা মো: মাহমুদ হোসেন,কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার,কমিউনিটি হেলথ ওয়ার্কার হীরা খাতুন। হেলথ ওয়ার্কার সাহেদা খাতুন।রেড ক্রিসেন্ট সোসাইটির ইউএলও হাসিবুর ইসলাম সোহান,রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক আরিফুল ইসলাম, সাংবাদিক সোহারাফ হোসেন সৌরাভ, এছাড়াও পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।