নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ সদর উপজেলাধীন পৌর শহরের ক্রসবার-৩ (চায়নাবাঁধ) এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু এর নেতৃত্বে সিরাজগঞ্জ শহরের ক্রসবার-৩ (চায়নাবাঁধ)এলাকায় অবৈধ স্থাপনা ঘরবাড়ি,দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ, জেলা পুলিশের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বৃন্দ।
উল্লেখ্য যে, গত ০৭ দিন দিন থেকে মাইকিং করে নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার কথা বলা হলেও কেউ সরিয়ে নেয়নি। ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।