কোন প্রকার কর বৃদ্ধি না করেই চাঁদপুরের কচুয়া পৌরসভার জন্য ৮৭ লক্ষ ৭ হাজার ৮শ টাকা উদ্বৃত্ত্ব রেখে ২০২৫-২৬ অর্থবছরের ৪১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৮ শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরীর বাজেট ঘোষণা করেন
প্রস্তাবিত বাজেটে সর্বমোট রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা এবং সর্বমোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি (বিভিন্ন প্রকল্প হতে)৩১ কোটি ৫ লাখ ৩৮ টাকা এবং উন্নয়ন সহায়তা ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৫৬ লাখ টাকা। ফলে বাজেটে ৮৭ লাখ ৭ হাজার ৮০০ টাকার উদ্বৃত্ত রয়েছে। এবারে বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।
পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসময় কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, পৌর সহকারী কাজী ফজলুল হক,হিসাবরক্ষক বেলায়েত হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. এমদাদ উল্যাহ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় গণমাধ্যমকর্মীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।