নিউজ ডেস্ক:
বলিউডে খানদের লড়াইয়ে পুরো বলিউড খান-খান। আর যখনই খানদের ছবি কাছাকাছি মুক্তির সম্ভাবনা থাকে তখনই তাদের লড়াই আরো জমে উঠে। তবে এই সময়ে জল্পনায় তুঙ্গে শাহরুখ খানের ‘দ্য রিং’ আর সালমান খানের ‘টিউবলাইট’। কিন্তু এই দুটো ছবিই তো মুক্তির অপেক্ষায়, তাহলে আবার লড়াই কীসের?
জানা যায়, ‘দ্য রিং’ কবে মুক্তি পাচ্ছে সে বিষয়ে পরিচালক ইমতিয়াজ থেকে শাহরুখ কেউই খোলসা করেননি। তবে ‘টিউবলাইট’ আগামী ঈদেই মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই একটা রেকর্ড করে বসে আছে সালমানের ‘টিউবলাইট’। কী সেই রেকর্ড? ভারতে ইতিমধ্যেই ‘টিউবলাইট’ এর ডিস্ট্রিবিউশনের স্বত্ত বিক্রি হয়ে গেছে। যাকে বলা হয় ‘ডিস্ট্রিবিউশন রাইটস’। এন এইচ স্টুডিওজ কে ১৩২ কোটি টাকায় স্বত্ত বিক্রি করা হয়েছে।
আর দিন কয়েক আগেই শাহরুখ খান এবং আনুশকা শর্মার ‘দ্য রিং’ এর সিনেমা হল ডিস্ট্রিবিউশনের স্বত্ত ১২৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল। আর সেটাই ছিল তখনও পর্যন্ত রেকর্ড। কিন্তু দিন কয়েকের মধ্যেই ‘টিউবলাইট’ সেই রেকর্ড ভেঙে ফেলল। তবে দুটো ছবিই যে চলতি বছর মুক্তি পাবে, এ বিষয়ে কোন সন্দেহই নেই। তাই দুই খানের সিনে লড়াই ফের জমে উঠছে। সূত্র: ইন্টারনেট।