মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে Logo বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৮০৯ বার পড়া হয়েছে

নেই পুরুষাঙ্গ, শরীরে ক্ষত চিহ্ন

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যমুনার মাঠে অজ্ঞাত এক ব্যক্তির বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের যমুনার মাঠের ক্যানেলের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। পরিচয় সনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।

জামজামি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আরিফুল ইসলাম বলেন, গতকাল বুধবার সন্ধার দিকে স্থানীয় বাসিন্দা লাল মোহাম্মদ ওরফে লালু গরু নিয়ে বাড়ি ফেরার পথে মরদেহ দেখতে পাই। পরে সে আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িতে এসে অসুস্থতা অনুভব করেন৷ তাৎক্ষণিক কাউকে না জানালে পরদিন অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদেরকে বিষয়টি জানান। এরপরই তারা ঘটনার সত্যতা পেয়ে আমাকে জানান এবং স্থানীয় জামজামি ক্যাম্পকে জানানো হয়।

আরিফুল ইসলাম আরও বলেন, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগের মরদেহ। তার শরীরে পচন ধরেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন। পুরুষাঙ্গ ও হাত-পায়ের নখ কেটে ফেলে হয়েছে। হয়তো কুকুর-শেয়াল বা বন্যপ্রাণী খেতে পারে। তবে ধারণা করা হচ্ছে পাষবিক নির্যাতন শেষে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পুলিশের তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে হত্যা করা হতে পারে। পরিচয় সনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশ কাজ করছে। আমরা গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যমুনার মাঠে অজ্ঞাত এক ব্যক্তির বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের যমুনার মাঠের ক্যানেলের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। পরিচয় সনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।

জামজামি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আরিফুল ইসলাম বলেন, গতকাল বুধবার সন্ধার দিকে স্থানীয় বাসিন্দা লাল মোহাম্মদ ওরফে লালু গরু নিয়ে বাড়ি ফেরার পথে মরদেহ দেখতে পাই। পরে সে আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িতে এসে অসুস্থতা অনুভব করেন৷ তাৎক্ষণিক কাউকে না জানালে পরদিন অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদেরকে বিষয়টি জানান। এরপরই তারা ঘটনার সত্যতা পেয়ে আমাকে জানান এবং স্থানীয় জামজামি ক্যাম্পকে জানানো হয়।

আরিফুল ইসলাম আরও বলেন, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগের মরদেহ। তার শরীরে পচন ধরেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন। পুরুষাঙ্গ ও হাত-পায়ের নখ কেটে ফেলে হয়েছে। হয়তো কুকুর-শেয়াল বা বন্যপ্রাণী খেতে পারে। তবে ধারণা করা হচ্ছে পাষবিক নির্যাতন শেষে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পুলিশের তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে হত্যা করা হতে পারে। পরিচয় সনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশ কাজ করছে। আমরা গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছি।