সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এসময় ২০ বোতল ভারতীয় মদও আটক করা হয়।
বুধবার (০১ অক্টোবর ২০২৫) বৈকারী, তলুইগাছা, চান্দুরিয়া, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার শিশুতলা এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। একইদিন চান্দুরিয়া বিওপি দল গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি দল চারাবাড়ি থেকে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি, মাদরা বিওপি দল আনারস বাগান থেকে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি জব্দ করে।