মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিচালিত “ন্যায্য মূল্যে থেকে সহস্রাধিক এর
অধিক ক্রেতা ন্যায্য দামে পণ্য ক্রয় করে লাভবান হয়েছেন।
সংগঠনের ন্যায্য মূল্যের বাজার” কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। এই উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের মানুষেরা নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করার সুযোগ পেয়েছেন
সংগঠনের পক্ষ থেকে আতাউর রহমান জানান, গত তিন সপ্তাহ ধরে চলমান ন্যায্য মূল্যের বাজার থেকে এক হাজারেরও বেশি ক্রেতা পণ্য ক্রয় করে উপকৃত হয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে আলু, পেঁয়াজ, রসুন, আদা, ডাল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারমূল্যের চেয়ে কম দামে সরবরাহ করা হয়েছে।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম আকাশ বলেন, “আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য দামে পণ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা।”
তিনি আরও জানান, এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে নিম্ন আয়ের পরিবারগুলো স্বস্তি পায়। এখান থেকে প্রাপ্ত মুনাফা দারিদ্র মানুষকে সহযোগিতা করা।
এছাড়াও স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে এমন বাজার আয়োজনের আহ্বান জানিয়েছেন। আমাদের অর্থ ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য হাসান সারোয়ার, মাহমুদুর রহমান খান, অ্যাডভোকেট দুলাল গাজী। এছাড়াও এ উদ্যোগে সময় ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সংগঠনের সদস্য মোঃ আল আমিন তালুকদার, সোহেল গাজী, শেখ মোঃ রাসেল, রাসেল খান রাজু, আকাশ দত্ত, মোক্তার গাজী, সৌরভ কর্মকার, জাকির হোসেন।