মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে Logo বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।

বুধবার (১৫ অক্টোবর) সকালে শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। আমরা প্রায়ই দেখি— অজান্তেই হাতের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করে নানা রোগ সৃষ্টি করে। তাই প্রতিদিনের কাজের আগে ও পরে, বিশেষ করে খাবার খাওয়ার পূর্বে এবং টয়লেট ব্যবহারের পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া উচিত।

তিনি আরও বলেন, গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ হাত ধোয়ার বিকল্প নয়। বরং সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমেই ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ অনেকাংশে রোধ করা যায়। হাত ধোয়া হয়তো ছোট একটি অভ্যাস, কিন্তু এটি বড় একটি সুরক্ষা— যা আমাদের পরিবার, সমাজ ও জাতির সার্বিক স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে জড়িত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনস্বাস্থ্য প্রকৌশল চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী, আবু মুসা- মোহাম্মদ ফয়সাল।
স্বাগত বক্তব্য দেন, সহকারী প্রকৌশলী- মাহবুব আফসার।
উপ-সহকারী প্রকৌশলী সজীব চন্দ্র দাস এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আবদুল্লাহ আল জুবায়ের,
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল।

শেষে শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শেখানো হয় এবং স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ছবির ক্যাপশন: জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময় : ০৭:৩৮:১৭ অপরাহ্ণ, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

‘হাত ধোয়ার নায়ক হোন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।

বুধবার (১৫ অক্টোবর) সকালে শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। আমরা প্রায়ই দেখি— অজান্তেই হাতের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করে নানা রোগ সৃষ্টি করে। তাই প্রতিদিনের কাজের আগে ও পরে, বিশেষ করে খাবার খাওয়ার পূর্বে এবং টয়লেট ব্যবহারের পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া উচিত।

তিনি আরও বলেন, গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ হাত ধোয়ার বিকল্প নয়। বরং সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমেই ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ অনেকাংশে রোধ করা যায়। হাত ধোয়া হয়তো ছোট একটি অভ্যাস, কিন্তু এটি বড় একটি সুরক্ষা— যা আমাদের পরিবার, সমাজ ও জাতির সার্বিক স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে জড়িত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনস্বাস্থ্য প্রকৌশল চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী, আবু মুসা- মোহাম্মদ ফয়সাল।
স্বাগত বক্তব্য দেন, সহকারী প্রকৌশলী- মাহবুব আফসার।
উপ-সহকারী প্রকৌশলী সজীব চন্দ্র দাস এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আবদুল্লাহ আল জুবায়ের,
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল।

শেষে শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শেখানো হয় এবং স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ছবির ক্যাপশন: জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।