গতকাল শুক্রবার (২১ মার্চ) তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। তার পরিবার ফোরম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন’ তিনি তার জীবনে বিশ্বাস, বিনয় এবং উদ্দেশ্যের প্রতি অটল প্রতিশ্রুতিবদ্ধ ছিল।
বক্সিংয়ের বাইরেও ফোরম্যান একজন সফল উদ্যোক্তা ছিলেন, বিশেষ করে তার জর্জ ফোরম্যান গ্রিলের জন্য, যা ১০০ মিলিয়নের বেশি ইউনিট বিক্রি হয়েছে। তিনি একজন ধর্মযাজক হিসেবেও কাজ করেছেন এবং জর্জ ফোরম্যান ইয়ুথ অ্যান্ড কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করেন।
ফোরম্যান তার স্ত্রী মেরি জোয়ান মার্টেলি এবং ১২ জন সন্তান রেখে গেছেন, যার মধ্যে পাঁচজন ছেলে—সবার নামই জর্জ—এবং সাতজন মেয়ে। একজন অসাধারণ বক্সার, নিবেদিতপ্রাণ পরিবার সদস্য এবং প্রভাবশালী উদ্যোক্তা হিসেবে তার উত্তরাধিকার বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।