শিরোনাম :
Logo জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায় তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়: নাহিদ ইসলাম Logo যুবদের জনসম্পদে রূপান্তরে জুলাই গণঅভ্যুত্থানে গঠিত সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা Logo গোপন ষড়যন্ত্রের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইবিতে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি Logo পলাশবাড়ীতে রাতের আধারে বিদ্যালয়ের ছাদ ঢালাই! দেখার কেউ নেই Logo শহীদ জিয়া ও তারেক রহমানকে অবমাননার ঘটনায় ইবিতে উত্তাল বিক্ষোভ Logo কচুয়ার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভা Logo বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ড Logo সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই Logo মব সন্ত্রাস নিয়ে সমাজের আতঙ্ক ও রাষ্ট্রের নীরবতা

নতুন প্লাটফর্ম নিয়ে মতবিনিময় সভা করতে জাবিতে আলী আহসান জুনায়েদ

জুলাই গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে নতুন একটি প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ মতবিনিময় সভার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ছাদে একদল শিক্ষার্থীর সাথে এই মতবিনিময় করেন তিনি।

জানা যায়, নতুন প্লাটফর্মের ইডিওলজি, অর্থের উৎস, নেতৃত্ব ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

এছাড়া মুক্তিযুদ্ধ, ধর্ম, নারী, আদিবাসী ইত্যাদি বিষয়ে নতুন প্লাটফর্মের স্ট্যান্ড কেমন হবে এসব আলোচনায় উঠে আসে। সবকিছু ছাপিয়ে ‘বাংলাদেশপন্থী’ রাজনীতি করবে নতুন এই প্লাটফর্ম।

প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অভূতপূর্ব। তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বিন্যাসে সে অবদানের যথাযথ প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি গোষ্ঠীস্বার্থের কারণে। আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে জাবিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। সেই লক্ষ্যেই আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি।”

জাবিতে অভূতপূর্ব সাড়া আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে বলে জানান তিনি।

এদিকে এই মতবিনিময় সভার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি’র সাবেক শিক্ষার্থী তানভীর কল্লোল বলেন, “জুলাই অভ্যুত্থানে অংশগ্রহনকারী প্রতিটা ব্যাক্তিকে তার অবদানের স্বীকৃতি দেয়া, শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা এবং মেধার যথাযথ মুল্যায়নের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্ল্যাটফরম জরুরী। তারই অংশ হিসেবে আজকে জাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আমরা আশা করছি এপ্রিলে আসন্ন নতুন প্ল্যাটফরম বাংলাদেশের মানুষের এই আকাঙক্ষার প্রতিফলন ঘটবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায় তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়: নাহিদ ইসলাম

নতুন প্লাটফর্ম নিয়ে মতবিনিময় সভা করতে জাবিতে আলী আহসান জুনায়েদ

আপডেট সময় : ০৯:৫২:০০ অপরাহ্ণ, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে নতুন একটি প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ মতবিনিময় সভার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ছাদে একদল শিক্ষার্থীর সাথে এই মতবিনিময় করেন তিনি।

জানা যায়, নতুন প্লাটফর্মের ইডিওলজি, অর্থের উৎস, নেতৃত্ব ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

এছাড়া মুক্তিযুদ্ধ, ধর্ম, নারী, আদিবাসী ইত্যাদি বিষয়ে নতুন প্লাটফর্মের স্ট্যান্ড কেমন হবে এসব আলোচনায় উঠে আসে। সবকিছু ছাপিয়ে ‘বাংলাদেশপন্থী’ রাজনীতি করবে নতুন এই প্লাটফর্ম।

প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অভূতপূর্ব। তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বিন্যাসে সে অবদানের যথাযথ প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি গোষ্ঠীস্বার্থের কারণে। আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে জাবিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। সেই লক্ষ্যেই আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি।”

জাবিতে অভূতপূর্ব সাড়া আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে বলে জানান তিনি।

এদিকে এই মতবিনিময় সভার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি’র সাবেক শিক্ষার্থী তানভীর কল্লোল বলেন, “জুলাই অভ্যুত্থানে অংশগ্রহনকারী প্রতিটা ব্যাক্তিকে তার অবদানের স্বীকৃতি দেয়া, শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা এবং মেধার যথাযথ মুল্যায়নের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্ল্যাটফরম জরুরী। তারই অংশ হিসেবে আজকে জাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আমরা আশা করছি এপ্রিলে আসন্ন নতুন প্ল্যাটফরম বাংলাদেশের মানুষের এই আকাঙক্ষার প্রতিফলন ঘটবে।”