প্রবাসী বাড়িতে টাকা পাঠিয়েছে এই সংবাদ পেয়ে বটি দিয়ে বয়স্কা মহিলার গলা কেটে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে চোর। মঙ্গলবার (১০ জুন) রাত আড়াইটায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত মহিলার নাম সারোয়ারা বেগম (৫০)।
আহত সানোয়ারা বেগমের ছেলের বউ জানান, মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা গ্রামের মৃত মোকসেদের বাড়ি। পূর্বে ওৎ পেতে থাকা চোর রোকন (২৫) চুরি করতে গভীর রাতে চুরি করতে আসে। ঘরে প্রবেশ করে ধারালো বটি দিয়ে গলায় পোঁচ দিলে গুরুতর রক্তাক্ত জখম হয় আমার শ্বাশুড়ী। তার আত্মচীৎকারে আশপাশের লোকজন এসে চোর রোকনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন সানোয়ারা বেগম কে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সানোয়ারা বেগমের গলায় ৩০টি সেলাই দেয়া হয়েছে। চোরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।


























































