আপডেট সময় :
০৩:৩১:২৩ অপরাহ্ণ, বুধবার, ১৯ মার্চ ২০২৫
৭৫০
বার পড়া হয়েছে
শিক্ষায় সংকট কাটাতে সংস্কার ও সুশাসন প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার)।
বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে মাদরাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাটসহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। এই সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে সরকার।
তিনি বলেন, মাদরাসায় কোনো অপরাধ হলে সেগুলোর সাজা নিশ্চিত করতে হবে। মাদরাসা শিক্ষার্থীদের সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তৈরি করতে হবে বিজ্ঞানভিত্তিক শিক্ষা।
তিনি আরও বলেন, অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ কাজে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেকোনো পেশায়ই খারাপ লোক থাকতে পারে, তাই বলে সবাইকে খারাপ বলা যাবে না।
সকল সম্প্রদায়ের মানুষের প্রতিই সংবেদনশীল হতে হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক সি আর আবরার।