নিউজ ডেস্ক:
ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় রোম দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী কাউন্সিলর মো. রফিকুল ইসলাম এবং রাষ্ট্রপতির বাণী ইকোনোমিক কাউন্সিলর ড. মোহাম্মদ মফিজুর রহমান পাঠ করেন। জন্মদিনের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব ইরিন ইসলাম জুলি।
আলোচনা সভায় রাষ্ট্রদূত মো. সোবহান সিকদার বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন। এসময় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা কেএম লোকমান হোসেন, জি এম কিবরিয়া, আলী আহাম্মেদ ঢালী, হাসান ইকবাল, হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন, রউফ ফকির, আতিয়ার রসুল কিটন, সোয়েব দেওয়ান, আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দোয়া মোনাজাত এবং আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশুদের জন্য চিত্রাঅঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে শিশু কিশোরসহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।