নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় বাংলাদেশ দুতাবাসে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহা. শহীদুল ইসলাম। এ ছাড়া মালয়েশিয়া আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পন করে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মুহা. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দুতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারী মিনিষ্টার (পলিটিক্যাল) রইছ হাসান সারোয়ার, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারী (বানিজ্য) ধনঞ্জয় কুমার দাস, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম শাখার ২য় সচিব ফরিদ আহমদ।
শ্রম কাউন্সেলর সাইদুল ইসলামের পরিচালনায় সমাপনী বক্তব্যে হাইকমিশনার মুহা. শহীদুল ইসলাম বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং আগামী দিনের কর্ণধার আজকের শিশুদের অভিনন্দন জানাই।
বাংলাদেশের বর্তমান সরকারের সফলতা প্রসঙ্গে মুহা. শহীদুল ইসলাম বলেন, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে আজ বাংলাদেশএকটি উন্নয়নের “রোল মডেল” হিসেবে পরিচিতি লাভ করছে এবং ইনশাআল্লাহ তারই হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, বিশ্ব দেখবে আগামীতে নতুন বাংলাদেশ।
অনুষ্ঠান শেষে হাইকমিশনার মুহা. শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। এছাড়া ৯মার্চ দুতাবাস প্রাঙ্গনে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন তিনি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, দুতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমান্ডার হুমায়ূন কবির, ফার্স্ট সেক্রেটারী এস. কে শাহীন, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারী মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার ১ম সচিব হেদায়েতুল ইসলাম মন্ডল, ২য় সচিব তাহমিনাবেগম সহ দুতাবাসের কর্মকর্তা- কর্মচারী, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ।

























































