স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের শফি উদ্দিনের ছেলে শাহিনুর রহমান (২৫) প্রায় ৬ বছর যাবৎ মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। গত ১৭ আগস্ট ২০২২ তারিখ মালয়েশিয়ায় নিজ কর্মস্থল থেকে ফেরার সময় বজ্রপাতে তিনি নিহত হন। ২৫শে আগষ্ট শুক্রবার সকালে নিজ বাড়ি উপজেলার একতারপুর গ্রামে তার মরা দেহ এসে পৌছায়।
জানা গেছে, পিতামাতার একমাত্র ছেলে শাহিনুরের রয়েছে দুই বোন,স্ত্রী ও একটি শিশু কন্যা সন্তান। শাহিনুরের লাশ বাড়িতে পৌঁছালে পরিবার-পরিজন, পাড়া- প্রতিবেশী, বন্ধুবান্ধব ও এলাকা জুড়ে নামে শোকের ছায়া।একমাত্র ছেলেকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন তার বাপ মা। অন্যদিকে তার স্ত্রী ক্ষনে ক্ষনে জ্ঞান হারাচ্ছেন। জুম্মাবাদ এই রেমিট্যান্স যোদ্ধার জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।