শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী

ইবি’র লালন শাহ হলে কোরআন শিক্ষা কার্যক্রম শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা এবং ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কোরআন শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল প্রশাসন। হল প্রশাসনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ জুলাই (শুক্রবার) থেকে তিন মাসব্যাপী এই কোর্স শুরু হবে। হল মসজিদে অনুষ্ঠিতব্য এই কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

হলের আবাসিক শিক্ষার্থী মো. দুলাল হোসেন বলেন, “হল প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে আমরা শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া শিখতে পারব, যা নামাজসহ সব ইবাদতে শুদ্ধতা নিশ্চিত করবে। আমি এই কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী।”

অন্য এক শিক্ষার্থী, হারুন আর রশিদ বলেন, “ছাত্রজীবনে কোরআন শিক্ষা গ্রহণ একটি আলোকিত ভবিষ্যতের দিকে পদক্ষেপ নেওয়ার নামান্তর। এটি কেবল পরীক্ষার ফলাফল নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। কোরআনের ছায়ায় বেড়ে ওঠা ছাত্ররা একদিন সমাজের নেতৃত্ব দেবে, ন্যায়বিচারের মানদণ্ড হবে এবং মানবতার মুক্তির পথপ্রদর্শক হয়ে উঠবে।”

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, “একজন মুসলিম হিসেবে শুদ্ধভাবে কোরআন উচ্চারণ ও আয়াত শেখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। অনেক শিক্ষার্থীই শুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে পারে না। তাদের সাহায্য করতেই এই কোর্স চালু করা হয়েছে।” তিনি আরও জানান, কোর্সটি প্রতিদিন এশার নামাজের পর অনুষ্ঠিত হবে এবং এতে হলের ইমাম ক্লাস নেবেন।”

প্রাধ্যক্ষ আরও বলেন, “কোরআন একজন ছাত্রকে সঠিক জীবনদর্শন ও পথনির্দেশনা দেয়। জীবনের উদ্দেশ্য উপলব্ধি করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক মানদণ্ড নির্ধারণে কোরআন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উল্লেখ্য, তিন মাসব্যাপী এই কোর্সটি ১৮ জুলাই থেকে শুরু হয়ে প্রতিদিন এশার নামাজের পর অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

“কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত

ইবি’র লালন শাহ হলে কোরআন শিক্ষা কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৯:৪৯:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা এবং ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কোরআন শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল প্রশাসন। হল প্রশাসনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ জুলাই (শুক্রবার) থেকে তিন মাসব্যাপী এই কোর্স শুরু হবে। হল মসজিদে অনুষ্ঠিতব্য এই কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

হলের আবাসিক শিক্ষার্থী মো. দুলাল হোসেন বলেন, “হল প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে আমরা শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া শিখতে পারব, যা নামাজসহ সব ইবাদতে শুদ্ধতা নিশ্চিত করবে। আমি এই কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী।”

অন্য এক শিক্ষার্থী, হারুন আর রশিদ বলেন, “ছাত্রজীবনে কোরআন শিক্ষা গ্রহণ একটি আলোকিত ভবিষ্যতের দিকে পদক্ষেপ নেওয়ার নামান্তর। এটি কেবল পরীক্ষার ফলাফল নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। কোরআনের ছায়ায় বেড়ে ওঠা ছাত্ররা একদিন সমাজের নেতৃত্ব দেবে, ন্যায়বিচারের মানদণ্ড হবে এবং মানবতার মুক্তির পথপ্রদর্শক হয়ে উঠবে।”

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, “একজন মুসলিম হিসেবে শুদ্ধভাবে কোরআন উচ্চারণ ও আয়াত শেখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। অনেক শিক্ষার্থীই শুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে পারে না। তাদের সাহায্য করতেই এই কোর্স চালু করা হয়েছে।” তিনি আরও জানান, কোর্সটি প্রতিদিন এশার নামাজের পর অনুষ্ঠিত হবে এবং এতে হলের ইমাম ক্লাস নেবেন।”

প্রাধ্যক্ষ আরও বলেন, “কোরআন একজন ছাত্রকে সঠিক জীবনদর্শন ও পথনির্দেশনা দেয়। জীবনের উদ্দেশ্য উপলব্ধি করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক মানদণ্ড নির্ধারণে কোরআন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উল্লেখ্য, তিন মাসব্যাপী এই কোর্সটি ১৮ জুলাই থেকে শুরু হয়ে প্রতিদিন এশার নামাজের পর অনুষ্ঠিত হবে।