সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা

ইবি’র লালন শাহ হলে কোরআন শিক্ষা কার্যক্রম শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা এবং ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কোরআন শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল প্রশাসন। হল প্রশাসনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ জুলাই (শুক্রবার) থেকে তিন মাসব্যাপী এই কোর্স শুরু হবে। হল মসজিদে অনুষ্ঠিতব্য এই কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

হলের আবাসিক শিক্ষার্থী মো. দুলাল হোসেন বলেন, “হল প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে আমরা শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া শিখতে পারব, যা নামাজসহ সব ইবাদতে শুদ্ধতা নিশ্চিত করবে। আমি এই কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী।”

অন্য এক শিক্ষার্থী, হারুন আর রশিদ বলেন, “ছাত্রজীবনে কোরআন শিক্ষা গ্রহণ একটি আলোকিত ভবিষ্যতের দিকে পদক্ষেপ নেওয়ার নামান্তর। এটি কেবল পরীক্ষার ফলাফল নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। কোরআনের ছায়ায় বেড়ে ওঠা ছাত্ররা একদিন সমাজের নেতৃত্ব দেবে, ন্যায়বিচারের মানদণ্ড হবে এবং মানবতার মুক্তির পথপ্রদর্শক হয়ে উঠবে।”

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, “একজন মুসলিম হিসেবে শুদ্ধভাবে কোরআন উচ্চারণ ও আয়াত শেখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। অনেক শিক্ষার্থীই শুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে পারে না। তাদের সাহায্য করতেই এই কোর্স চালু করা হয়েছে।” তিনি আরও জানান, কোর্সটি প্রতিদিন এশার নামাজের পর অনুষ্ঠিত হবে এবং এতে হলের ইমাম ক্লাস নেবেন।”

প্রাধ্যক্ষ আরও বলেন, “কোরআন একজন ছাত্রকে সঠিক জীবনদর্শন ও পথনির্দেশনা দেয়। জীবনের উদ্দেশ্য উপলব্ধি করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক মানদণ্ড নির্ধারণে কোরআন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উল্লেখ্য, তিন মাসব্যাপী এই কোর্সটি ১৮ জুলাই থেকে শুরু হয়ে প্রতিদিন এশার নামাজের পর অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য

ইবি’র লালন শাহ হলে কোরআন শিক্ষা কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৯:৪৯:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা এবং ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কোরআন শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল প্রশাসন। হল প্রশাসনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ জুলাই (শুক্রবার) থেকে তিন মাসব্যাপী এই কোর্স শুরু হবে। হল মসজিদে অনুষ্ঠিতব্য এই কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

হলের আবাসিক শিক্ষার্থী মো. দুলাল হোসেন বলেন, “হল প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে আমরা শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া শিখতে পারব, যা নামাজসহ সব ইবাদতে শুদ্ধতা নিশ্চিত করবে। আমি এই কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী।”

অন্য এক শিক্ষার্থী, হারুন আর রশিদ বলেন, “ছাত্রজীবনে কোরআন শিক্ষা গ্রহণ একটি আলোকিত ভবিষ্যতের দিকে পদক্ষেপ নেওয়ার নামান্তর। এটি কেবল পরীক্ষার ফলাফল নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। কোরআনের ছায়ায় বেড়ে ওঠা ছাত্ররা একদিন সমাজের নেতৃত্ব দেবে, ন্যায়বিচারের মানদণ্ড হবে এবং মানবতার মুক্তির পথপ্রদর্শক হয়ে উঠবে।”

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, “একজন মুসলিম হিসেবে শুদ্ধভাবে কোরআন উচ্চারণ ও আয়াত শেখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। অনেক শিক্ষার্থীই শুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে পারে না। তাদের সাহায্য করতেই এই কোর্স চালু করা হয়েছে।” তিনি আরও জানান, কোর্সটি প্রতিদিন এশার নামাজের পর অনুষ্ঠিত হবে এবং এতে হলের ইমাম ক্লাস নেবেন।”

প্রাধ্যক্ষ আরও বলেন, “কোরআন একজন ছাত্রকে সঠিক জীবনদর্শন ও পথনির্দেশনা দেয়। জীবনের উদ্দেশ্য উপলব্ধি করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক মানদণ্ড নির্ধারণে কোরআন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উল্লেখ্য, তিন মাসব্যাপী এই কোর্সটি ১৮ জুলাই থেকে শুরু হয়ে প্রতিদিন এশার নামাজের পর অনুষ্ঠিত হবে।