রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী !

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, শিক্ষিত জাতিই পারে সমাজ-সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে। এই মূলমন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে-প্রাণে ধারণ করেন এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন।

গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনাদের বাবার শাসন ও মায়ের মমতায় ঘেরা আহ্লাদের জীবন নেই। এখানে আছে অনুশাসন, জীবন গড়ার উত্তম দিকনির্দেশনা। আছে শিক্ষকের জ্ঞানদানের অফুরন্ত ভাণ্ডার, যা আপনাকেই আগ্রহী ও মনোযোগী হয়ে অর্জন করে নিতে হবে।

এ সময় তিনি শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের নানা অবদানের কথা তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএএম মেশকাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রস্টির চেয়ারম্যান মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য ড. মো. হুমায়ুন কবির চৌধুরী, অধ্যাপক এমিরাটস ড. এম শমশের আলী প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular