ভারতেও মুসলিম নিষিদ্ধ চান বিজেপি এমপি যোগী আদিত্যনাথ !

0
36

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে প্রবেশের পর পরই যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি’র এমপি যোগী আদিত্যনাথ ডোনাল্ড ট্রাম্পের মত এমন একটি পদক্ষেপ ভারতেও নেয়ার দাবি জানিয়েছেন।

সোমবার উত্তর প্রদেশের বুলন্দশহরে নির্বাচনী সমাবেশে তার এই দাবির কথা তিনি জানান। আগামী ৭ ফেব্রুয়ারি সেখানে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্পের পদক্ষেপের কথা উল্লেখ করে উগ্রপন্থী এই বিজেপি নেতা উক্ত সমাবেশে বলেন, “দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ট্রাম্পের মত আমাদেরও একই ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন। ”

এ সময় তিনি সতর্ক করে দিয়ে আরও বলেন, “গণহারে হিন্দুদের উত্তর প্রদেশ ছাড়তে হবে, যেভাবে ১৯৯০ সালে কাশ্মীর থেকে পণ্ডিত সম্প্রদায় ভয়ের মুখে পালিয়েছিল। আমরা কাশ্মীর উপত্যকা হারিয়েছি, উত্তর প্রদেশকে আরেকটি কাশ্মীর হতে দিতে পারি না। ”

উত্তর প্রদেশের নির্বাচনে বিজেপির প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন গোরাখপুর থেকে নির্বাচিত এই এমপি। ১৯৯৮ সাল থেকেই এই আসনে জয় পেয়ে আসছেন তিনি।