বাগেরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২!

0
53

নিউজ ডেস্ক:

বাগেরহাটের রামপালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বাসের ২০ জন যাত্রী।রোববার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আটজনকে রামপালের ঝনঝনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।নিহতদের একজন বাসের চালক সেলিম (৪০)। অপরজনের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর।

হাসপাতালে ভর্তি আটজন হলেন- রামপালের সাথী (১০), দাকোপের নারগিছ বেগম (৩৫), মোংলার মীম (০৭), মোংলার বাবেয়া বেগম (৩০), চাঁপাইনবাবগঞ্জের ফারুক হোসেন (৩৫) ও আওয়াল (৩০), বাগেরহাট সদরের সুনিল (৭০) ও রুবেল (২৫)।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, খুলনার রূপসা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে।

এ সময় ২২ জন বাসযাত্রী আহত হয়। আহতের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, সংর্ষষে বাস এবং ট্রাক দুমড়ে মুচড়ে মহাসড়কের উপর পড়ে ছিল। পরে সেগুলো উদ্ধার করা হয়েছে।