নিউজ ডেস্ক:
চিকিৎসা নিতে সিঙ্গাপুর পৌঁছেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল মঙ্গলবার পার্টির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সূত্র জানায়, গত সোমবার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তবে কবে ফিরবেন তা জানায়নি।
এরশাদের সফরসঙ্গী হয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি ও এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার।
এরশাদকে বিদায় জানাতে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, রত্না আমিন হাওলাদার এমপি, উপদেষ্টা মো. নোমান এমপি, ব্যারিস্টার দিলারা খন্দকার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মিলন এমপি, আলতাফ হোসেন এমপি, বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এমপি, আমির হোসেন ভূঁইয়া এমপি, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান প্রমুখ।
এরশাদের শোক : জাতীয় পার্টি বরগুনা জেলার সভাপতি জাফর উল হাসান ফরহাদের মৃত্যুতে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার শোক প্রকাশ করেছেন।
গতকাল মঙ্গলবার এক শোক বার্তায় বলেন, ফরহাদের মৃত্যুতে জাতীয় পার্টি একজন ত্যাগী ও নিবেদিত নেতাকে হারাল। তারা ফরহাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।