নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করবে না তারা জাতির কাছে জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবে। গতকাল সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান বলেন, ২০ দলীয় জোট বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদের প্লাটফরমে পরিণত হয়েছে। এ জোটের বেশির ভাগই স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল। জাতীয় সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে। কিন্তু বিএনপি এ প্রস্তাব পাশকে অভিনন্দন জানায়নি।