নিউজ ডেস্ক:
নিজের খোলামেলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতে কোনও রকম সঙ্কোচ বোধ করেন না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বলিউডে পা রাখার আগে এমটিভি ইন্ডিয়ার ভিডিও জকি হিসেবে কাজ করেছেন তিনি।
২০১২ সালে তামিল ছবি দিয়ে শুরু হয় তার চলচ্চিত্র ক্যারিয়ার। ২০১৩-য় ‘মেরে ড্যাড কি মারুতি’তে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। ২০১৪ সালে আলী ফজলের সঙ্গে অভিনয় করেন ‘সোনালী ক্যাবল’ ছবিতে।
এখন শ্যুটিং করছেন শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুরের সঙ্গে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির। এটি পরিচালনা করছেন মোহিত সুরি। এছাড়া ‘ব্যাংক চোর’ নামের একটি হিন্দি ছবির কাজ হাতে আছে তার। সম্প্রতি তার এই খোলামেলা লুক সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।