লামা প্রতিনিধি ঃ বান্দরবানের লামায় গৃহবধুকে দুই শ্বাশুড়ি ননদ ও ননদের স্বামী মিলে ফাঁশি দিয়ে হত্যা করার চষ্টো করেছে। পরে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার সদর ইউপির চিউনীমুখ পাড়ায়। সরজমিন জানা গেছে, পারিবারিক কলহের জেরে আপন শ্বাশুড়ী ছায়েরা বেগম সৎ শ্বাশুড়ী মাবিয়া খাতুন ননদ নুর নাহার ও ননদের স্বামী মোকতার হোসেন মিলে পুত্রবধু পারুল বেগমকে ফাঁশি দিয়ে হত্যার চেষ্টা করে। এ দিন গৃহবধু পারুলের স্বামী ওমর ফারুখ কাজের উদ্দেশ্যে অন্যত্র গেলে দুই শ্বাশুড়ী ও স্বামীসহ ননদ মিলে তাকে জোর করে গলায় রশি বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার আর্ত চিৎকার শুনে তার স্বামীসহ অন্যরা এসে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন ঘটনা শুনেছেন বলে জানান। লামা থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনা শোনেছেন বলে জানিয়ে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নি।
মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ