বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি আহত !

  • আপডেট সময় : ১২:৪৫:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা এক দম্পতি আহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বনশ্রী অবকাশের সামনে এ দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, বনশ্রীর ভেতর থেকে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ০২-০৩৩০) বনশ্রী অবকাশের সামনে বাম দিক থেকে ডানে থাকা প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ ১৪-৫৭১০) চাপা দেয়। এতে প্রাইভেটকারের যাত্রী জাহিদুল ইসলাম ও তার স্ত্রী গুরুতর আহত হন। এরপর আহত স্ত্রীকে নিয়ে জাহিদুল নিজেই আহতাবস্থায় হাসপাতালে ছুটে যান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রামপুরা থানা পুলিশ। রামপুরা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ট্রাকটি আটক করে থানা পুলিশ।

রামপুরা-ডেমরা এলাকার ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সংবাদে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। ট্রাকের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি আহত !

আপডেট সময় : ১২:৪৫:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা এক দম্পতি আহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বনশ্রী অবকাশের সামনে এ দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, বনশ্রীর ভেতর থেকে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ০২-০৩৩০) বনশ্রী অবকাশের সামনে বাম দিক থেকে ডানে থাকা প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ ১৪-৫৭১০) চাপা দেয়। এতে প্রাইভেটকারের যাত্রী জাহিদুল ইসলাম ও তার স্ত্রী গুরুতর আহত হন। এরপর আহত স্ত্রীকে নিয়ে জাহিদুল নিজেই আহতাবস্থায় হাসপাতালে ছুটে যান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রামপুরা থানা পুলিশ। রামপুরা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ট্রাকটি আটক করে থানা পুলিশ।

রামপুরা-ডেমরা এলাকার ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সংবাদে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। ট্রাকের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।