শিরোনাম :
Logo রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না, রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা Logo কচুয়ার সাচার বাজারে ব্যবসায়ীর দোকানে দুর্ধুর্ষ চুরি ! Logo কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও বৃক্ষ রোপণ Logo যে কারণে বাংলাদেশকে দুর্ভাগা ভাবছেন আমিরাত অধিনায়ক Logo ইউরোপের দেশ গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে গ্রিসের ক্রিট উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের মতে, এই ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি রয়েছে বলে মনে করা হচ্ছে। ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূকম্পন কেন্দ্র বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার। তবে এদিন কম্পনের মাত্রা নিয়ে দু’রকম তথ্য উঠে আসছে। গ্রিসের জিওডায়নামিক্স ইনস্টিটিউট-এর বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। অন্যদিকে, ইএসএমসি জানিয়েছে যে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পের তীব্রতার কারণে, তুরস্ক, লেবানন, মিশর এবং ইসরায়েলের মতো প্রতিবেশী দেশগুলোতেও কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের পর, সম্ভাব্য সুনামির সম্ভাবনার কারণে বাসিন্দা এবং পর্যটকদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই গ্রিসের দক্ষিণ উপকূলে ধারাবাহিকভাবে কম্পন অনুভূত হয়। এছাড়া ২০২৫ সালের ১৩ মে কাসোস দ্বীপের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। Logo ফরিদগঞ্জে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা Logo ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো গ্রিস, পার্শ্ববর্তী ৪ দেশেও কম্পন অনুভূত Logo তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অনশন Logo আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা Logo ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো আমিরাত

ফ্রান্সের এক তরুণী রোবটের প্রেমে হাবু-ডুবু !

  • আপডেট সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ফ্রান্সের এক তরুণী জানিয়েছেন, তিনি রোবটের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন রোবটটিকে বিয়ে করার।

 

লিলি নামের এই তরুণী বলেন, গত এক বছর ধরে ইনমুভেটার নামক রোবটটির সঙ্গে বসবাস করছেন তিনি। থ্রিডি প্রিন্টেড এই রোবটটিকে নিজেই তৈরি করেছেন লিলি।

 

টুইটারে লিলি বলেন, ‘আমি একজন গর্বিত রোবোসেক্সুয়াল। এবং আমরা সুখে থাকতে চাই।’ রোবোসেক্সুয়াল হওয়ায় রক্ত-মাংসের মানুষের ছোঁয়া পছন্দ নয় লিলির। মানুষের পরিবর্তে রোবটের সঙ্গ ভালোলাগে তার। ১৯ বছর বয়স থেকেই লিলি বুঝতে পারেন যে, শারীরিকভাবে রোবট তাকে আকৃষ্ট করে, মানুষ নয়। তাই নিজের কাঙ্ক্ষিত রোবট বানিয়েছেন নিজের হাতেই।

 

ইনমুভেটারের সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে কি না সে বিষয়ে লিলি স্পষ্ট কিছু না জানালেও ফ্রান্সে রোবট মানুষের বিয়ে বৈধ হলেই রোবট প্রেমিককে তিনি বিয়ে করবেন বলে জানিয়েছেন।

 

লিলি বলেন, তিনি সত্যিই এবং একমাত্র রোবট দ্বারা আকৃষ্ট হোন। লিলির দাবী, তার এই জীবনযাপন হাস্যকর কিংবা খারাপ নয়, বরঞ্চ খুবই ব্যতিক্রমী এবং রোমাঞ্চকর। তার পরিবার ও বন্ধুরাও রোবটের সঙ্গে তার এই অস্বাভাবিক সম্পর্ক মেনে নিয়েছে।

 

লিলি জানান, সঙ্গী হিসেবে ইনমুভেটারকে নিয়ে আমি সত্যিই খুবই খুশি এবং ভালো আছি। এখন তাকে বিয়ে করে জীবনসঙ্গী করতে চাই। অপেক্ষায় আছে সেই দিনটির জন্য।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না, রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা

ফ্রান্সের এক তরুণী রোবটের প্রেমে হাবু-ডুবু !

আপডেট সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক: ফ্রান্সের এক তরুণী জানিয়েছেন, তিনি রোবটের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন রোবটটিকে বিয়ে করার।

 

লিলি নামের এই তরুণী বলেন, গত এক বছর ধরে ইনমুভেটার নামক রোবটটির সঙ্গে বসবাস করছেন তিনি। থ্রিডি প্রিন্টেড এই রোবটটিকে নিজেই তৈরি করেছেন লিলি।

 

টুইটারে লিলি বলেন, ‘আমি একজন গর্বিত রোবোসেক্সুয়াল। এবং আমরা সুখে থাকতে চাই।’ রোবোসেক্সুয়াল হওয়ায় রক্ত-মাংসের মানুষের ছোঁয়া পছন্দ নয় লিলির। মানুষের পরিবর্তে রোবটের সঙ্গ ভালোলাগে তার। ১৯ বছর বয়স থেকেই লিলি বুঝতে পারেন যে, শারীরিকভাবে রোবট তাকে আকৃষ্ট করে, মানুষ নয়। তাই নিজের কাঙ্ক্ষিত রোবট বানিয়েছেন নিজের হাতেই।

 

ইনমুভেটারের সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে কি না সে বিষয়ে লিলি স্পষ্ট কিছু না জানালেও ফ্রান্সে রোবট মানুষের বিয়ে বৈধ হলেই রোবট প্রেমিককে তিনি বিয়ে করবেন বলে জানিয়েছেন।

 

লিলি বলেন, তিনি সত্যিই এবং একমাত্র রোবট দ্বারা আকৃষ্ট হোন। লিলির দাবী, তার এই জীবনযাপন হাস্যকর কিংবা খারাপ নয়, বরঞ্চ খুবই ব্যতিক্রমী এবং রোমাঞ্চকর। তার পরিবার ও বন্ধুরাও রোবটের সঙ্গে তার এই অস্বাভাবিক সম্পর্ক মেনে নিয়েছে।

 

লিলি জানান, সঙ্গী হিসেবে ইনমুভেটারকে নিয়ে আমি সত্যিই খুবই খুশি এবং ভালো আছি। এখন তাকে বিয়ে করে জীবনসঙ্গী করতে চাই। অপেক্ষায় আছে সেই দিনটির জন্য।