জীবনযাপনকে প্রাণহীন !

  • আপডেট সময় : ১১:৪৩:০৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউড বাদশাহ শাহরুখ খান নিজেকে ‘বাজে ছেলে’ আখ্যায়িত করেছেন। তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘রইস’ ছবির ট্রেইলার প্রকাশের পর তিনি নিজের সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।

সেই সঙ্গে স্বাভাবিক জীবনযাপনকে প্রাণহীন বলেছেন তিনি।

বুধবার ‘রইস’ ছবির ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘আমি উদ্ধত কিংবা সস্তা নই। তবে আমি খুব বাজে একটা ছেলে। তাই আমি কোন নিয়মের ধার ধারি না এবং অদ্ভুত ধরনের কাজ করি ও সেই সঙ্গে বলি। ’

তিনি আরও বলেন, ‘এটা বলে আমি খুবই গর্বিত যে, স্বাভাবিক থাকা হলো প্রাণহীন। আপনাকে একটু নিচে নামতে হবে এবং সেটা করলে আপনি একটু বাজেও বটে। ’

রইস ছবিতে শাহরুখ সহশিল্পী নওয়াজউদ্দিন সিদ্দিকী সম্বন্ধে শাহরুখ বলেন, ‘সব ভালো শিল্পীর সম্মিলিত কাজ সবাইকে আবেগাপ্লুত করে। নিজের সম্বন্ধে আমি বলি, একজন তারকা যাঁকে পোস্টারে দেখা যায় এবং যে সব কৃতিত্ব নিয়ে নেয়। কিন্তু নওয়াজউদ্দিনের মতো অভিনেতারা পর্দায় আমাদের সবচেয়ে ভালোটা দেখান। ’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার

জীবনযাপনকে প্রাণহীন !

আপডেট সময় : ১১:৪৩:০৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বলিউড বাদশাহ শাহরুখ খান নিজেকে ‘বাজে ছেলে’ আখ্যায়িত করেছেন। তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘রইস’ ছবির ট্রেইলার প্রকাশের পর তিনি নিজের সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।

সেই সঙ্গে স্বাভাবিক জীবনযাপনকে প্রাণহীন বলেছেন তিনি।

বুধবার ‘রইস’ ছবির ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘আমি উদ্ধত কিংবা সস্তা নই। তবে আমি খুব বাজে একটা ছেলে। তাই আমি কোন নিয়মের ধার ধারি না এবং অদ্ভুত ধরনের কাজ করি ও সেই সঙ্গে বলি। ’

তিনি আরও বলেন, ‘এটা বলে আমি খুবই গর্বিত যে, স্বাভাবিক থাকা হলো প্রাণহীন। আপনাকে একটু নিচে নামতে হবে এবং সেটা করলে আপনি একটু বাজেও বটে। ’

রইস ছবিতে শাহরুখ সহশিল্পী নওয়াজউদ্দিন সিদ্দিকী সম্বন্ধে শাহরুখ বলেন, ‘সব ভালো শিল্পীর সম্মিলিত কাজ সবাইকে আবেগাপ্লুত করে। নিজের সম্বন্ধে আমি বলি, একজন তারকা যাঁকে পোস্টারে দেখা যায় এবং যে সব কৃতিত্ব নিয়ে নেয়। কিন্তু নওয়াজউদ্দিনের মতো অভিনেতারা পর্দায় আমাদের সবচেয়ে ভালোটা দেখান। ’