নিজেই বস আলিয়া!

  • আপডেট সময় : ১১:৩৯:০৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউড ক্যারিয়ার শুরুর চার বছর যেতে না যেতেই ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। নিজের উপার্জনের টাকাতেই বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।

পরিবার ছেড়ে একা থাকছেন। কিন্তু এতে নানা ঝামেলায় পড়েছেন তিনি। এক সাক্ষাৎকারে আলিয়া জানান, একা ফ্ল্যাট সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।

আলিয়া বলেন, বাড়িতে মা-বাবা আছে। সেটে পরিচালক আছে, সিনিয়ররা আছে। সব কিছু সামলে নেয়ার জন্য যথেষ্ট লোকজন। কিন্তু নিজের ফ্ল্যাটে তো শুধু আমি আর শাহিন (আলিয়ার বোন)।

শুটিং সেরে বাড়ি ফিরেই রান্নাঘরে দৌড়াতে হয় আলিয়াকে। তিনি বলেন, লোকে শুনে ভাববে নির্ঘাৎ মিথ্যা বলছে। কিন্তু ফ্ল্যাটে এলে দেখবেন, আলিয়া সত্যিই এসব করছে এখন। মায়ের সঙ্গে থাকার সময় বুঝতে পারিনি। কিন্তু এখানে তো আমিই প্রোডিউসার, আমিই অভিনেত্রী আবার আমিই ডিরেক্টর।

তবে একা থাকার বিষয়টা উপভোগও করেন তিনি। কারণ এখানে তাকে কেউ শাসন করে না। আলিয়া বলেন, সেটে সবাই আমাকে ছোট বলে মজা করে। এখানে কিন্তু আমিই বস। (হা হা হা)

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার

নিজেই বস আলিয়া!

আপডেট সময় : ১১:৩৯:০৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বলিউড ক্যারিয়ার শুরুর চার বছর যেতে না যেতেই ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। নিজের উপার্জনের টাকাতেই বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।

পরিবার ছেড়ে একা থাকছেন। কিন্তু এতে নানা ঝামেলায় পড়েছেন তিনি। এক সাক্ষাৎকারে আলিয়া জানান, একা ফ্ল্যাট সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।

আলিয়া বলেন, বাড়িতে মা-বাবা আছে। সেটে পরিচালক আছে, সিনিয়ররা আছে। সব কিছু সামলে নেয়ার জন্য যথেষ্ট লোকজন। কিন্তু নিজের ফ্ল্যাটে তো শুধু আমি আর শাহিন (আলিয়ার বোন)।

শুটিং সেরে বাড়ি ফিরেই রান্নাঘরে দৌড়াতে হয় আলিয়াকে। তিনি বলেন, লোকে শুনে ভাববে নির্ঘাৎ মিথ্যা বলছে। কিন্তু ফ্ল্যাটে এলে দেখবেন, আলিয়া সত্যিই এসব করছে এখন। মায়ের সঙ্গে থাকার সময় বুঝতে পারিনি। কিন্তু এখানে তো আমিই প্রোডিউসার, আমিই অভিনেত্রী আবার আমিই ডিরেক্টর।

তবে একা থাকার বিষয়টা উপভোগও করেন তিনি। কারণ এখানে তাকে কেউ শাসন করে না। আলিয়া বলেন, সেটে সবাই আমাকে ছোট বলে মজা করে। এখানে কিন্তু আমিই বস। (হা হা হা)