শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

কচুয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাঁদপুরের কচুয়ায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কচুয়া উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার  মুহাম্মদ হেলাল চৌধুরী।

এরপর পুস্পমাল্য অর্পণ করেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, কচুয়া প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র, কচুয়া পল্লী বিদুৎ অফিস, আনসার ও ভিডিপি কার্যালয় সহ বিভিন্ন দফতর।

এরপরই বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেন ।

শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন শেষে ১ মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । এসময় এসিল্যান্ড বাপ্পি দত্ত রনি,উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,প্রকৌশলী আব্দুল আলীম লিটন,আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার,শিক্ষা অফিসার পারভীন সুলতানা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাওকাত হোসেন সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular