শিরোনাম :
Logo আগস্টে ঢাকায় আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী Logo সরকারি নথিতে ভয়াবহ মারণাস্ত্র ব্যবহারের চিত্র Logo তেঁতুলিয়ায় সড়ক বিহীন স্থানে সেতু নির্মাণ, দুদকের অভিযান। Logo চুয়াডাঙ্গায় গণপূর্ত অফিসের গাছ কেটে ভাগবাটোয়ারা : চার কর্মচারীকে শোকজ Logo চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় যুবতীর মরদেহ উদ্ধার: রহস্য Logo জীবননগরে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিএনপি নেতা Logo খুবির শিক্ষাক্রম ও মনোরম পরিবেশে আকৃষ্ট দূর-দূরান্তের শিক্ষার্থীরা Logo খুবির রিসার্চ এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত Logo শতভাগ আবাসন ও রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে রাবিতে মানববন্ধন Logo মহেশপুরের কুশাডাঙ্গা বটতলায় ‘ইত্যাদি’-এর ধারণ অনুষ্ঠান সম্পন্ন

উপদেষ্টাদের মিটিংয়ে কোন প্রটোকলে গিয়েছিলেন হাসনাত-পাটোয়ারী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী কোন প্রটোকলে উপদেষ্টাদের মিটিংয়ে গিয়েছিলেন।’ এবার এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।তিনি বলেন, ‘হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ান, ওয়াজ নসিহত করেন। কিন্তু উপদেষ্টাদের মিটিংয়ে তিনি এবং নাসিরুদ্দিন পাটোয়ারী ঠিক কোন প্রটোকলে গিয়েছিলেন তা আমরা জানতে চাই।’

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গেমস রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ওমর ফারুক এবং ঢাকায় বসে হামলার বিষয়ে মনিটরিং করেছেন হাসনাত আবদুল্লাহ।

নাছির আরও বলেন, বাংলাদেশে যতো ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর মূলে ছিল শর্টসার্কিট। গতকাল সেই কাজটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব।ছাত্রদলের এই নেতা মনে করেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যারা আত্মপ্রকাশ করতে ভয় পেয়েছে, সেই শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। তারা যদি হামলা না করতো এমন সংঘাত কখনোই হতো না। তাদের নির্যাতনের মাত্রা এতই বেশি ছিল যে, আহত শিক্ষার্থীরা দোকানে আশ্রয় নিলে দোকানদারদেরও বৈষম্যবিরোধীর কথিত শিবির সন্ত্রাসীরা হামলা করে। পরে গ্রামবাসীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর ছাত্রদলের নামে মব সৃষ্টি করা হয়।

ছাত্রদল সেক্রেটারি আরও বলেন, ছাত্ররাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকারের পরিপন্থি। প্রকাশ্য রাজনীতি করার অধিকার সবার রয়েছে। কুয়েটে ছাত্রদল প্রকাশ্য রাজনীতি চর্চা করতে চায়।

উল্লেখ্য, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- হাসনাত আবদুল্লাহ এবং নাসিরুদ্দিন পাটোয়ারী। এদিনের সভায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একত্রিত হন। তারা সেখানে জাতীয় সংকট এবং সংকটমুক্তির পথে সমাধান খোঁজার উপর আলোচনা করেন।

পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাত আবদুল্লাহ’র পায়ে হেঁটে সভায় পৌঁছানোর একটি ভিডিও প্রকাশ পায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকায় আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী

উপদেষ্টাদের মিটিংয়ে কোন প্রটোকলে গিয়েছিলেন হাসনাত-পাটোয়ারী

আপডেট সময় : ০৭:৩৪:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী কোন প্রটোকলে উপদেষ্টাদের মিটিংয়ে গিয়েছিলেন।’ এবার এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।তিনি বলেন, ‘হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ান, ওয়াজ নসিহত করেন। কিন্তু উপদেষ্টাদের মিটিংয়ে তিনি এবং নাসিরুদ্দিন পাটোয়ারী ঠিক কোন প্রটোকলে গিয়েছিলেন তা আমরা জানতে চাই।’

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গেমস রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ওমর ফারুক এবং ঢাকায় বসে হামলার বিষয়ে মনিটরিং করেছেন হাসনাত আবদুল্লাহ।

নাছির আরও বলেন, বাংলাদেশে যতো ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর মূলে ছিল শর্টসার্কিট। গতকাল সেই কাজটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব।ছাত্রদলের এই নেতা মনে করেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যারা আত্মপ্রকাশ করতে ভয় পেয়েছে, সেই শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। তারা যদি হামলা না করতো এমন সংঘাত কখনোই হতো না। তাদের নির্যাতনের মাত্রা এতই বেশি ছিল যে, আহত শিক্ষার্থীরা দোকানে আশ্রয় নিলে দোকানদারদেরও বৈষম্যবিরোধীর কথিত শিবির সন্ত্রাসীরা হামলা করে। পরে গ্রামবাসীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর ছাত্রদলের নামে মব সৃষ্টি করা হয়।

ছাত্রদল সেক্রেটারি আরও বলেন, ছাত্ররাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকারের পরিপন্থি। প্রকাশ্য রাজনীতি করার অধিকার সবার রয়েছে। কুয়েটে ছাত্রদল প্রকাশ্য রাজনীতি চর্চা করতে চায়।

উল্লেখ্য, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- হাসনাত আবদুল্লাহ এবং নাসিরুদ্দিন পাটোয়ারী। এদিনের সভায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একত্রিত হন। তারা সেখানে জাতীয় সংকট এবং সংকটমুক্তির পথে সমাধান খোঁজার উপর আলোচনা করেন।

পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাত আবদুল্লাহ’র পায়ে হেঁটে সভায় পৌঁছানোর একটি ভিডিও প্রকাশ পায়।