শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী  Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিতে বন্যায় ৯ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৯ জন নিহত হয়েছেন। প্লাবিত হয়েছে বহু এলাকা, ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। একইসঙ্গে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্টাকি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে ৮ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, জর্জিয়ায় গাছ ভেঙে পড়ায় ঘুমন্ত অবস্থায় মারা গেছেন একজন।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, বন্যার পানিতে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বন্যার ফলে কেন্টাকির কিছু এলাকায় ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

জানা যায়, নিহতদের মধ্যে একজন মা ও তার সাত বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। বন্যার কারণে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে। আটটি অঙ্গরাজ্যে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্যমতে, টানা বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা উদ্ধার কার্যক্রমে বাধা দিচ্ছে। তবে উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং জনগণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী 

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিতে বন্যায় ৯ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:১৬:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৯ জন নিহত হয়েছেন। প্লাবিত হয়েছে বহু এলাকা, ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। একইসঙ্গে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্টাকি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে ৮ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, জর্জিয়ায় গাছ ভেঙে পড়ায় ঘুমন্ত অবস্থায় মারা গেছেন একজন।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, বন্যার পানিতে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বন্যার ফলে কেন্টাকির কিছু এলাকায় ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

জানা যায়, নিহতদের মধ্যে একজন মা ও তার সাত বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। বন্যার কারণে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে। আটটি অঙ্গরাজ্যে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্যমতে, টানা বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা উদ্ধার কার্যক্রমে বাধা দিচ্ছে। তবে উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং জনগণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।