সোমবার | ২৬ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল  Logo ঝালকাঠিতে ৬লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আটক  Logo পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার Logo ইবিতে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩০:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৭৮৯ বার পড়া হয়েছে

সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণের পর মোহাম্মদ আল-বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ১ মার্চ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। খবর এএফপির।

রোববার ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীরা আকস্মিক আক্রমণের মাধ্যমে রাজধানী দখল করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এর পর বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান।

রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম অ্যাকাউন্টে মোহাম্মদ আল-বশিরের নামে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শীর্ষ কমান্ড আমাদের ১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে’।

বিবৃতিতে তাকে ‘নতুন সিরীয় প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বশিরকে এই পদে নিয়োগের আগে তিনি উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীদের তথাকথিত স্যালভেশন সরকারের প্রধান ছিলেন এবং এর আগে উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্যালভেশন সরকারের রাজনৈতিক বিষয়ক বিভাগের একটি সূত্রও মঙ্গলবার জানায়, বশির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন।

২০১৭ সালে ইদলিব এলাকায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত জনগণকে সরকারি সেবা থেকে বঞ্চিত অবস্থায় সহায়তার জন্য স্যালভেশন সরকার প্রতিষ্ঠিত হয়, যার নিজস্ব মন্ত্রণালয়, বিভাগ, বিচারিক ও নিরাপত্তা কর্তৃপক্ষ রয়েছে।

তার পর থেকে এই সরকার আলেপ্পোতেও সেবা প্রদান শুরু করে, যা বিদ্রোহীদের অভিযানের পর প্রথম প্রধান শহর হিসেবে সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল 

সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির

আপডেট সময় : ১০:৩০:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণের পর মোহাম্মদ আল-বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ১ মার্চ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। খবর এএফপির।

রোববার ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীরা আকস্মিক আক্রমণের মাধ্যমে রাজধানী দখল করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এর পর বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান।

রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম অ্যাকাউন্টে মোহাম্মদ আল-বশিরের নামে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শীর্ষ কমান্ড আমাদের ১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে’।

বিবৃতিতে তাকে ‘নতুন সিরীয় প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বশিরকে এই পদে নিয়োগের আগে তিনি উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীদের তথাকথিত স্যালভেশন সরকারের প্রধান ছিলেন এবং এর আগে উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্যালভেশন সরকারের রাজনৈতিক বিষয়ক বিভাগের একটি সূত্রও মঙ্গলবার জানায়, বশির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন।

২০১৭ সালে ইদলিব এলাকায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত জনগণকে সরকারি সেবা থেকে বঞ্চিত অবস্থায় সহায়তার জন্য স্যালভেশন সরকার প্রতিষ্ঠিত হয়, যার নিজস্ব মন্ত্রণালয়, বিভাগ, বিচারিক ও নিরাপত্তা কর্তৃপক্ষ রয়েছে।

তার পর থেকে এই সরকার আলেপ্পোতেও সেবা প্রদান শুরু করে, যা বিদ্রোহীদের অভিযানের পর প্রথম প্রধান শহর হিসেবে সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়।