দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করা হয়েছে।
মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এই ঘোষণা দেন।
‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভাষণে ইউন সুক-ইওল বলেন, “উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি।”