শিরোনাম :
Logo ইবিতে শিক্ষক সংকট চরমে, দ্রুত নিয়োগের সুপারিশ  Logo সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ Logo মায়ের হাতেই সন্তানের সুশিক্ষার ভিত — ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান  Logo কয়রায় পানি প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত Logo সোনালী সুদিন সমাজকল‍্যান সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে সাইকেল ও নগদ অর্থ বিতরণ Logo কচুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০ Logo সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস Logo ইবি উপাচার্যের বক্তৃতায় মুখরিত মালয়েশিয়ার আন্তর্জাতিক সেমিনার

বিদায় মুহূর্তেও ইসরায়েলে অস্ত্র বিক্রির অনুমোদন বাইডেনের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৯:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৭৩১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলে ৬৮০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার প্রতিশ্রুতির মধ্যেই অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন বাইডেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাইডেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেন। এরপরেই এই অস্ত্র বিক্রির খবর এসেছে। এর আগে আমেরিকার এই বিদায়ী প্রেসিডেন্ট গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে বহুবার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি।

রয়টার্স এবং ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্রের প্যাকেজে কয়েকশত ছোট-ডায়ামিটারের বোমা এবং হাজার হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন কিট অন্তর্ভুক্ত থাকবে। এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

যদিও বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি, তবে এই ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির দ্বৈত অবস্থানকে তুলে ধরেছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার বাইডেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন, যার আওতায় ইসরায়েল ৬০ দিনের মধ্যে লেবানন থেকে সরে যাবে।

বাইডেন বলেছেন, “আমরা তুরস্ক, মিশর, কাতার, ইসরায়েল এবং অন্যান্যদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য আবারও চেষ্টা করব, যাতে বন্দীদের মুক্তি এবং হামাসবিহীন একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি সম্ভব হয়।”

এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ ঘটনায় বাইডেন প্রশাসন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার সমালোচনা করে একে “অযৌক্তিক” বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৪,২৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, লেবাননে গত ১৩ মাসে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৩,৮০০ ছাড়িয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে শিক্ষক সংকট চরমে, দ্রুত নিয়োগের সুপারিশ 

বিদায় মুহূর্তেও ইসরায়েলে অস্ত্র বিক্রির অনুমোদন বাইডেনের

আপডেট সময় : ০৯:২৯:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলে ৬৮০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার প্রতিশ্রুতির মধ্যেই অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন বাইডেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাইডেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেন। এরপরেই এই অস্ত্র বিক্রির খবর এসেছে। এর আগে আমেরিকার এই বিদায়ী প্রেসিডেন্ট গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে বহুবার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি।

রয়টার্স এবং ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্রের প্যাকেজে কয়েকশত ছোট-ডায়ামিটারের বোমা এবং হাজার হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন কিট অন্তর্ভুক্ত থাকবে। এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

যদিও বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি, তবে এই ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির দ্বৈত অবস্থানকে তুলে ধরেছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার বাইডেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন, যার আওতায় ইসরায়েল ৬০ দিনের মধ্যে লেবানন থেকে সরে যাবে।

বাইডেন বলেছেন, “আমরা তুরস্ক, মিশর, কাতার, ইসরায়েল এবং অন্যান্যদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য আবারও চেষ্টা করব, যাতে বন্দীদের মুক্তি এবং হামাসবিহীন একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি সম্ভব হয়।”

এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ ঘটনায় বাইডেন প্রশাসন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার সমালোচনা করে একে “অযৌক্তিক” বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৪,২৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, লেবাননে গত ১৩ মাসে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৩,৮০০ ছাড়িয়েছে।