মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলে ৬৮০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার প্রতিশ্রুতির মধ্যেই অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন বাইডেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বাইডেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেন। এরপরেই এই অস্ত্র বিক্রির খবর এসেছে। এর আগে আমেরিকার এই বিদায়ী প্রেসিডেন্ট গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে বহুবার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি।
রয়টার্স এবং ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্রের প্যাকেজে কয়েকশত ছোট-ডায়ামিটারের বোমা এবং হাজার হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন কিট অন্তর্ভুক্ত থাকবে। এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
যদিও বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি, তবে এই ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির দ্বৈত অবস্থানকে তুলে ধরেছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।