সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ট্রাম্পের প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) এরদোয়ান বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করতে নতুন ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় তার আস্থা রয়েছে। বুদাপেস্টে এক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন।
এ বিষয়ে আনাদোলু রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ট্রাম্পের যুক্তরাষ্ট্রে নির্বাচিত হওয়ার পর এরদোয়ান কূটনৈতিক সমাধানমুখী পদক্ষেপ আশা করছেন। এরদোয়ান বলেন, বোমা, অস্ত্র এবং সংঘাত দিয়ে এই যুদ্ধ শেষ করা সম্ভব নয়; বরং কূটনীতি, আলোচনার মাধ্যমে শান্তির পথ উন্মুক্ত করা সম্ভব।