ট্রাম্পের প্রতি আস্থা এরদোয়ানের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৬:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৭৩০ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ট্রাম্পের প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) এরদোয়ান বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করতে নতুন ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় তার আস্থা রয়েছে। বুদাপেস্টে এক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

এ বিষয়ে আনাদোলু রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ট্রাম্পের যুক্তরাষ্ট্রে নির্বাচিত হওয়ার পর এরদোয়ান কূটনৈতিক সমাধানমুখী পদক্ষেপ আশা করছেন। এরদোয়ান বলেন, বোমা, অস্ত্র এবং সংঘাত দিয়ে এই যুদ্ধ শেষ করা সম্ভব নয়; বরং কূটনীতি, আলোচনার মাধ্যমে শান্তির পথ উন্মুক্ত করা সম্ভব।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গোষ্ঠীর প্রতি মার্কিন সমর্থন নিয়ে এরদোয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন।

কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-এর প্রতি মার্কিন সমর্থন তুরস্কের দীর্ঘমেয়াদী নিরাপত্তা শঙ্কার কারণ বলেও উল্লেখ করেন তিনি। এরদোয়ান বলেন, ‘আমি বিশ্বাস করি, ট্রাম্পের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারব।’

এসময় এরদোয়ান আরও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইসরায়েলকে থামাতে ট্রাম্পের ভূমিকা থাকবে। তিনি আরও মনে করেন, গাজা এবং লেবাননে ইসরায়েলি হামলা ঠেকাতে প্রথম পদক্ষেপ হবে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করা। (সূত্র: আল আরাবিয়া)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের প্রতি আস্থা এরদোয়ানের

আপডেট সময় : ০৮:০৬:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ট্রাম্পের প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) এরদোয়ান বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করতে নতুন ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় তার আস্থা রয়েছে। বুদাপেস্টে এক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

এ বিষয়ে আনাদোলু রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ট্রাম্পের যুক্তরাষ্ট্রে নির্বাচিত হওয়ার পর এরদোয়ান কূটনৈতিক সমাধানমুখী পদক্ষেপ আশা করছেন। এরদোয়ান বলেন, বোমা, অস্ত্র এবং সংঘাত দিয়ে এই যুদ্ধ শেষ করা সম্ভব নয়; বরং কূটনীতি, আলোচনার মাধ্যমে শান্তির পথ উন্মুক্ত করা সম্ভব।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গোষ্ঠীর প্রতি মার্কিন সমর্থন নিয়ে এরদোয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন।

কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-এর প্রতি মার্কিন সমর্থন তুরস্কের দীর্ঘমেয়াদী নিরাপত্তা শঙ্কার কারণ বলেও উল্লেখ করেন তিনি। এরদোয়ান বলেন, ‘আমি বিশ্বাস করি, ট্রাম্পের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারব।’

এসময় এরদোয়ান আরও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইসরায়েলকে থামাতে ট্রাম্পের ভূমিকা থাকবে। তিনি আরও মনে করেন, গাজা এবং লেবাননে ইসরায়েলি হামলা ঠেকাতে প্রথম পদক্ষেপ হবে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করা। (সূত্র: আল আরাবিয়া)