চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে আজ সোমবার (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করা হবে এবারের নোবেল পুরস্কার বিজয়ীর প্রথম নাম।
চলুন তার আগে জেনে নেওয়া যাক কীভাবে দেওয়া হয় এই পুরস্কার। কতটি বিভাগে আর কীভাবেই বা মনোনয়ন দেওয়া হয়।
নোবেল পুরস্কার শুরু হয় ১৯০১ সালে এবং তখন থেকেই মা তেরেসা থেকে শুরু করে মার্টিন লুথার কিং জুনিয়র পর্যন্ত অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এই পুরস্কার অর্জন করেছেন। শুধু ব্যক্তিগতভাবেই নয়, বিভিন্ন সংস্থাও এই পুরস্কার জিতেছে। এমনকি, অনেক সময় একাধিক ব্যক্তি বা সংস্থা যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছে।
নোবেল পুরস্কার জিততে হলে প্রথমে মনোনীত হতে হয়। এই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৬ জনকে মনোনীত করা হয়েছে (১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা)।
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- চিকিৎসাবিজ্ঞান বা ফিজিওলজি
- সাহিত্য
- শান্তি
- অর্থনীতি
নোবেল পুরস্কারের জন্য যেভাবে মনোনয়ন দেওয়া হয়
প্রতি বছর নোবেল পুরস্কারের কমিটি নির্দিষ্ট মনোনয়নকারীদের কাছে মনোনয়ন ফর্ম বা আমন্ত্রণ পাঠায়, যাদের বলা হয় ‘যোগ্য মনোনয়নকারী’। এ বছর মনোনয়নের শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি। বেশিরভাগ বছরেই মনোনয়নের শেষ সময় জানুয়ারির শেষের দিকে থাকে। সময়সীমা পার হয়ে গেলে, সেই মনোনয়ন পরের বছরের জন্য বিবেচিত হয় বলে নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়েছে।
অর্থনীতিতে নোবেলকে মূলত ‘স্বেরিজেস রিক্সব্যাংক পুরস্কার ইন ইকোনমিক সায়েন্সেস’ বলা হয়। এটি অন্যান্য নোবেল পুরস্কারের মতো নয়, ১৯৬৯ সালে প্রথমবার প্রদান করা হয়।
নোবেল কমিটি প্রতিটি পুরস্কারের জন্য নির্দিষ্ট তালিকা তৈরি করে, যাদের মনোনয়ন দেওয়ার যোগ্য বলে বিবেচনা করা হয়। হাজার হাজার ব্যক্তি ও সংস্থা এই যোগ্যতার আওতায় পড়ে এবং তারা তাদের মনে করা যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে। তবে কেউ নিজেকে মনোনয়ন দিতে পারে না।
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন কারা দিতে পারে?
- সার্বভৌম রাষ্ট্রের জাতীয় পরিষদ এবং সরকারের সদস্যরা, যেমন রাষ্ট্রপ্রধানরা
- হেগে অবস্থিত আন্তর্জাতিক ন্যায় আদালতের সদস্যরা
- হেগের স্থায়ী সালিশি আদালতের সদস্যরা
- জেনেভার আন্তর্জাতিক আইন অধ্যয়ন প্রতিষ্ঠান (Institut de Droit International)-এর সদস্যরা
- শান্তি গবেষণা ও পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠানের পরিচালকরা
- পূর্ববর্তী নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা
- নরওয়েজিয়ান নোবেল কমিটির বর্তমান ও সাবেক সদস্যরা এবং কমিটির উপদেষ্টারা
- বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সামাজিক বিজ্ঞান, আইন, দর্শন, ধর্মতত্ত্ব এবং ধর্ম বিষয়ক অধ্যাপকরা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেক্টর ও পরিচালকরা
পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেলের জন্য মনোনয়ন কারা দিতে পারে?
- রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সদস্যরা
- নোবেল কমিটির সদস্যরা
- পূর্ববর্তী নোবেল বিজয়ীরা
- সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও নরওয়ের বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞান ও রসায়নের অধ্যাপকরা
- বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা বিজ্ঞানীরা
চিকিৎসাবিজ্ঞানের নোবেলের জন্য মনোনয়ন কারা দিতে পারে?
- নোবেল কমিটির সদস্যরা
- রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সদস্যরা
- পূর্ববর্তী নোবেল বিজয়ীরা
- সুইডেন ও অন্যান্য নর্ডিক দেশের চিকিৎসা অনুষদের অধ্যাপকরা
- বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা চিকিৎসাবিজ্ঞানীরা
সাহিত্যে নোবেলের জন্য মনোনয়ন কারা দিতে পারে?
- রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সদস্যরা এবং অনুরূপ প্রতিষ্ঠানের সদস্যরা
- বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও ভাষাবিজ্ঞান অধ্যাপকরা
- পূর্ববর্তী নোবেল বিজয়ীরা
- লেখক সমিতির সভাপতি, যেসব সমিতি তাদের দেশের সাহিত্য প্রতিনিধিত্ব করে
অর্থনীতিতে নোবেলের জন্য মনোনয়ন কারা দিতে পারে?
- রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সদস্যরা
- নোবেল অর্থনীতির কমিটির সদস্যরা
- পূর্ববর্তী নোবেল বিজয়ীরা
- নর্ডিক দেশের অর্থনীতির অধ্যাপকরা
- বিশ্বব্যাপী খ্যাতনামা অর্থনীতিবিদরা
বিতর্কিত নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন
- ১৯৩৯ সালে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে মনোনয়ন দেন এক সুইডিশ আইনপ্রণেতা, যা ছিল একটি ব্যঙ্গাত্মক প্রচেষ্টা। ওই বছর শান্তিতে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়নি।
- সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনকে দুইবার মনোনয়ন দেওয়া হয়—১৯৪৫ এবং ১৯৪৮ সালে।
- ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনিকেও ১৯৩৫ সালে মনোনয়ন দেওয়া হয়।
তবে গত ৫০ বছর ধরে নোবেল কমিটি মনোনীতদের তালিকা প্রকাশ করে না। ২০১৯ সালে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে তাকে মনোনীত করেছিলেন। যদিও আবে বিষয়টি নিয়ে কোনো বার্তা দেননি।