শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে “ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই” এর আয়োজনে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সনদ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।
৮ আগস্ট, শুক্রবার সকাল ১০টায় ডাঃ আব্দুল হাই ক্যাডেট স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৯৩ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি সনদ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বৃত্তি পরীক্ষার প্রকল্প পরিচালক ও ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশন ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আহসান উল্লাহ তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম রনি।
ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—এমন একটি উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় আরও উৎসাহিত করবে। এটি শুধু শিক্ষার্থীদের নয়, পুরো সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
পরে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, মেডেল ও নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই-এর শিক্ষা বৃত্তি প্রকল্প পরিচালক ও ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আহসান উল্যাহ তালুকদার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন:মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,মাওলানা মোঃ শাহজাহান,এডভোকেট নাদিম তালুকদার,উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর চৌধুরী, সহ-সভাপতি কবির হোসেন মাস্টার, মেঘদাইর ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল, মনপুরা-বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী, মোঃ দেলোয়ার হোসেন পাটওয়ারী প্রমুখ।
আরো বক্তব্য রাখেন,পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, আবুল হাসনাত ইসলামী ব্যাংক সাচার শাখা সিনিয়র অফিসার কেফায়েত উল্যাহ, পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া,স্বপ্নের ছোঁয়া যুব সংঘের সভাপতি মোঃ সাইদুর রহমান, বৃত্তি প্রকল্পের পরীক্ষা নিয়ন্ত্রক মহিব উল্যাহ মানিক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান, আইসিটি কর্মকর্তা শাকিল হোসেন আরো অনেকে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবকরা এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং প্রতি বছর এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতি বছরই ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই এই বৃত্তি পরীক্ষা ও সনদ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও আগ্রহ সৃষ্টি করছে বলে মত শিক্ষাবিদদের। এসময় কচুয়া উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।