টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৭:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
  • ৭৩৪ বার পড়া হয়েছে

জেলার ভূঞাপুরে পুকুরের পানিতে ডুবে ফজল হক তালুকদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছাব্বিশা কবরস্থান সংলগ্ন পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

নিহত ফজলুল হক তালুকদার ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত ময়েজ তালুকদারের পুত্র।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে ফজল তালুকদার গরুর জন্য ঘাস কাটতে বের হন। ঘাস কাটার এক পর্যায়ে পুকুরপাড়ে একটি মৃত মাছ দেখতে পান। তিনি মাছ ধরতে গেলে পুকুরে পড়ে যান।

দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় ভূঞাপুর ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান চালায় এবং বিকেল ৫ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী জানান, বেলা ৪টার দিকে আমাদের খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, স্থানীয় পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নবীনবরণ সম্পন্ন

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৭:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

জেলার ভূঞাপুরে পুকুরের পানিতে ডুবে ফজল হক তালুকদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছাব্বিশা কবরস্থান সংলগ্ন পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

নিহত ফজলুল হক তালুকদার ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত ময়েজ তালুকদারের পুত্র।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে ফজল তালুকদার গরুর জন্য ঘাস কাটতে বের হন। ঘাস কাটার এক পর্যায়ে পুকুরপাড়ে একটি মৃত মাছ দেখতে পান। তিনি মাছ ধরতে গেলে পুকুরে পড়ে যান।

দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় ভূঞাপুর ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান চালায় এবং বিকেল ৫ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী জানান, বেলা ৪টার দিকে আমাদের খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, স্থানীয় পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।