ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪১:১১ অপরাহ্ণ, রবিবার, ৩ আগস্ট ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

ইউক্রেন রাশিয়ার সেনাঘাঁটি এবং একটি গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ওই হামলায় তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছে।শনিবার কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, শুক্রবার রাতে বহু দূরে নিক্ষেপযোগ্য ড্রোন দিয়ে চালানো এই হামলা রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর প্রিমোরস্কো-আখতারস্কের একটি সামরিক বিমানঘাঁটিতে আঘাত হানে।

রাশিয়ার দক্ষিণ পেনজা অঞ্চলে ইলেকট্রোপ্রিবর নামে একটি কোম্পানিতেও হামলা চালানো হয়েছে, যা ‘রাশিয়ান সামরিক-শিল্প কমপ্লেক্সের জন্য কাজ করে’ বলে জানিয়েছে এসবিইউ। হামলার শিকারে থাকা সংস্থা, রাশিয়ার সামরিক ডিজিটাল নেটওয়ার্ক, বিমান চলাচলের সরঞ্জাম, সাঁজোয়া যান এবং জাহাজ তৈরি করে।

পেনজা অঞ্চলের গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, এই হামলায় এক নারী নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় নয় ঘন্টার মধ্যে রাশিয়ান ভূখণ্ডে ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে । শুধু রোস্তভ অঞ্চলেই ৩৪টি ড্রোন ধ্বংস হয়েছে।

সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশ্চেভ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, সামারা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার কারণে আগুন ধরে যাওয়া একটি বাড়ির ভেতরে একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।

ভারপ্রাপ্ত রোস্তভ গভর্নর ইউরি স্লিউসার বলেছেন, রোস্তভ অঞ্চলে ড্রোন হামলা এবং সাইটের একটি ভবনে আগুন লাগার পর একটি শিল্প স্থাপনার একজন প্রহরী নিহত হয়েছেন। তিনি টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, ‘সামরিক বাহিনী রাতে একটি বিশাল বিমান হামলা প্রতিহত করেছে এবং সাতটি জেলায় ড্রোন ধ্বংস করেছে ।’

ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ড্রোন ব্যবহার করে আসছে। মূলত এটি, এটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া মস্কোর পূর্ণ-স্কেল আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে।

রাশিয়াও তার আক্রমণের অংশ হিসাবে ক্রমবর্ধমানভাবে মনুষ্যবিহীন বিমান ডিভাইস মোতায়েন করেছে।

শুক্রবার প্রকাশিত একটি এএফপি বিশ্লেষণে দেখা গেছে যে রাশিয়ার বাহিনী জুলাই মাসে অভূতপূর্ব সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করেছে। যার সংখ্যা ৬হাজার ২শ’ ৯৭টি। এই পরিসংখ্যানে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ করার প্রচেষ্টায় ইউক্রেনের আকাশে পাঠানো ডিকয় ড্রোন অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, শুক্রবার রাতে ইউক্রেনের মধ্য-পূর্ব ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন, গভর্নর সের্গেই লাইসাক টেলিগ্রামে লিখেছেন। তিনি বলেন, বেশ কয়েকটি ভবন, বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

আপডেট সময় : ০৭:৪১:১১ অপরাহ্ণ, রবিবার, ৩ আগস্ট ২০২৫

ইউক্রেন রাশিয়ার সেনাঘাঁটি এবং একটি গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ওই হামলায় তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছে।শনিবার কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, শুক্রবার রাতে বহু দূরে নিক্ষেপযোগ্য ড্রোন দিয়ে চালানো এই হামলা রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর প্রিমোরস্কো-আখতারস্কের একটি সামরিক বিমানঘাঁটিতে আঘাত হানে।

রাশিয়ার দক্ষিণ পেনজা অঞ্চলে ইলেকট্রোপ্রিবর নামে একটি কোম্পানিতেও হামলা চালানো হয়েছে, যা ‘রাশিয়ান সামরিক-শিল্প কমপ্লেক্সের জন্য কাজ করে’ বলে জানিয়েছে এসবিইউ। হামলার শিকারে থাকা সংস্থা, রাশিয়ার সামরিক ডিজিটাল নেটওয়ার্ক, বিমান চলাচলের সরঞ্জাম, সাঁজোয়া যান এবং জাহাজ তৈরি করে।

পেনজা অঞ্চলের গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, এই হামলায় এক নারী নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় নয় ঘন্টার মধ্যে রাশিয়ান ভূখণ্ডে ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে । শুধু রোস্তভ অঞ্চলেই ৩৪টি ড্রোন ধ্বংস হয়েছে।

সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশ্চেভ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, সামারা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার কারণে আগুন ধরে যাওয়া একটি বাড়ির ভেতরে একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।

ভারপ্রাপ্ত রোস্তভ গভর্নর ইউরি স্লিউসার বলেছেন, রোস্তভ অঞ্চলে ড্রোন হামলা এবং সাইটের একটি ভবনে আগুন লাগার পর একটি শিল্প স্থাপনার একজন প্রহরী নিহত হয়েছেন। তিনি টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, ‘সামরিক বাহিনী রাতে একটি বিশাল বিমান হামলা প্রতিহত করেছে এবং সাতটি জেলায় ড্রোন ধ্বংস করেছে ।’

ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ড্রোন ব্যবহার করে আসছে। মূলত এটি, এটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া মস্কোর পূর্ণ-স্কেল আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে।

রাশিয়াও তার আক্রমণের অংশ হিসাবে ক্রমবর্ধমানভাবে মনুষ্যবিহীন বিমান ডিভাইস মোতায়েন করেছে।

শুক্রবার প্রকাশিত একটি এএফপি বিশ্লেষণে দেখা গেছে যে রাশিয়ার বাহিনী জুলাই মাসে অভূতপূর্ব সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করেছে। যার সংখ্যা ৬হাজার ২শ’ ৯৭টি। এই পরিসংখ্যানে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ করার প্রচেষ্টায় ইউক্রেনের আকাশে পাঠানো ডিকয় ড্রোন অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, শুক্রবার রাতে ইউক্রেনের মধ্য-পূর্ব ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন, গভর্নর সের্গেই লাইসাক টেলিগ্রামে লিখেছেন। তিনি বলেন, বেশ কয়েকটি ভবন, বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।