কোটা সংস্কার আন্দোলনের সময় শহীদ হওয়া শেরপুরের মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট এর আয়োজনে সোমবার (৪ আগস্ট) শেরপুর সদর উপজেলার তাড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম রেজাউল করিম, ও শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
আব্দুর রহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ ও একই বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির। আরও বক্তব্য রাখেন তোফায়েল হোসেন, রবিউল আওয়াল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুদ।
আলোচনায় বক্তারা মাহবুব আলমের সাহসিকতা, আদর্শ এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মাহবুবের মতো তরুণদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে ২০ জন কৃতি শিক্ষার্থী ও ৬ জন গুণীজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মাহবুব আলমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।