শিরোনাম :
Logo রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প Logo সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন Logo ইবিতে যোগ হচ্ছে ইলেকট্রিক কার সেবা Logo সংযোগ সড়কহীনতায় দুর্ভোগে উত্তর সেঙ্গুয়া-আশারকোটা এলাকার মানুষ” Logo রাকসুতে গণযোগাযোগ বিভাগ থেকেই লড়বেন ভিপিসহ ২২ জন প্রার্থী Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ Logo আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা,কয়রা যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য Logo উপাচার্যের আশ্বাসের এক বছরেও হয়নি জুলাই কর্নারের বাস্তবায়ন Logo আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের ভূমিকাঃ আইনশৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

কোটা সংস্কার আন্দোলনের সময় শহীদ হওয়া শেরপুরের মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট এর আয়োজনে সোমবার (৪ আগস্ট) শেরপুর সদর উপজেলার তাড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম রেজাউল করিম, ও শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

আব্দুর রহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ ও একই বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির। আরও বক্তব্য রাখেন তোফায়েল হোসেন, রবিউল আওয়াল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুদ।

আলোচনায় বক্তারা মাহবুব আলমের সাহসিকতা, আদর্শ এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মাহবুবের মতো তরুণদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে ২০ জন কৃতি শিক্ষার্থী ও ৬ জন গুণীজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মাহবুব আলমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৪:১৯ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫

কোটা সংস্কার আন্দোলনের সময় শহীদ হওয়া শেরপুরের মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট এর আয়োজনে সোমবার (৪ আগস্ট) শেরপুর সদর উপজেলার তাড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম রেজাউল করিম, ও শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

আব্দুর রহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ ও একই বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির। আরও বক্তব্য রাখেন তোফায়েল হোসেন, রবিউল আওয়াল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুদ।

আলোচনায় বক্তারা মাহবুব আলমের সাহসিকতা, আদর্শ এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মাহবুবের মতো তরুণদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে ২০ জন কৃতি শিক্ষার্থী ও ৬ জন গুণীজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মাহবুব আলমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।