বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান হাসান বিন শফিক সোহাগ বলেছেন, কোনো দুষ্কৃতিকারী বা বিশৃঙ্খলাকারীর স্বেচ্ছাসেবক দলে ঠাঁই নেই। ইতোমধ্যেই যারা অন্যায়ের সঙ্গে জড়িত, এমন অনেক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটি চলমান প্রক্রিয়া।
তিনি বলেন, আপনারা বিগত সময়ে নানা নির্যাতন, অত্যাচার, মামলা ও হামলার শিকার হয়েছেন। এরপরও সাহসিকতার সঙ্গে টিকে থেকে আওয়ামী লীগের দুঃশাসনের পতন ঘটিয়েছেন। এখন আমাদের দায়িত্ব সুশৃঙ্খলভাবে দলের ভাবমূর্তি ধরে রাখা এবং জনগণের আস্থা অর্জন করা।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি কর্মীকে জনগণের দোরগোড়ায় যেতে হবে এবং দেশের জন্য নিবেদিতভাবে কাজ করে যেতে হবে।
এই সময় তিনি কচুয়া উপজেলার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান।
৮ আগস্ট শুক্রবার বিকেলে কচুয়া সরকারি কলেজ মাঠে কচুয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হয় এই কর্মীসভা।
সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী মো. শাহজাহান সিরাজ।
যৌথভাবে সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আল-আমিন মোল্লা ও যুগ্ম আহ্বায়ক শাহ ইমরান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল,সহ-সাংগঠনিক সম্পাদক মজিবুল্লাহ মুজিব,চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য,সদস্য সচিব শামসুল আরেফিন প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা উপস্থিত হন। পুরো কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দলের প্রাণচঞ্চল কর্মী-সমর্থকে।