রাজশাহী বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। যাতে নাজিয়া নিতুকে সভাপতি এবং রেদওয়ান ইসলাম রিদয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে আট টায় এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সহ-সভাপতি সমরিতা নাগ ছোঁয়া ও মো. মাহাবুবুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ হাসান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ, অর্থ সম্পাদক পৃথা সরকার, যোগাযোগ বিষয়ক সম্পাদক সিদরাতুল মুনতাহা অনামিকা, দপ্তর সম্পাদক মেহেরাব হাসান সুপ্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতিনূর ইসলাম অর্ণব, সঙ্গীত বিষয়ক সম্পাদক অর্পিতা রায়, আবৃতি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, নৃত্য বিষয়ক সম্পাদক শ্রাবন্তী প্রজ্ঞা ভট্টাচার্য
ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক পথিক সরকার,কার্যনির্বাহী সদস্য পথিক সরকার, সাজ্জাদ হোসেন, অথৈ আনান, রিয়াদুল ইসলাম সিয়াম, রাহাত মাহমুদ সেতু, আহসান উল্লাহ আলিফ, মোঃ রাফিউল ইসলাম ও মেহেদী হাসান।
কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন, অথৈ আনান, রিয়াদুল ইসলাম সিয়াম, রাহাত মাহমুদ সেতু, আহসান উল্লাহ আলিফ, মোঃ রাফিউল ইসলাম ও মেহেদী হাসান।
দায়িত্ব পেয়ে নিতু বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের বড় আনন্দের মুহূর্ত এটি। সংগীত, নাটক, আবৃত্তি, নৃত্যসহ সকল শিল্পধারার বিকাশে ক্লাবটিকে প্রাণবন্ত প্ল্যাটফর্মে রূপ দিতে চান তিনি। নিয়মিত কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের অঙ্গনেও পরিচিতি বাড়ানোর উদ্যোগ নেবেন বলে জানান।
সাধারণ সম্পাদক রিদয় বলেন, সোসাইটি শুধু একটি ক্লাব নয়, এটি শিল্পচর্চার ভালোবাসার জায়গা। গান, নাচ, নাটকসহ সব ধরনের শিল্পমাধ্যমে প্রতিটি সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য। তিনি সকলে সময়, মতামত ও সৃষ্টিশীলতায় সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন।